News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০০, ১৭ মার্চ ২০১৬
আপডেট: ০৩:১৬, ১৩ এপ্রিল ২০২০

রিজার্ভ লোপাট

আমদানি ব্যয়, বৈদেশিক ঋণ গ্রহণে সক্ষমতা কমবে

আমদানি ব্যয়, বৈদেশিক ঋণ গ্রহণে সক্ষমতা কমবে

ব্যাংকিং এর সংশ্লিষ্ট অনেকেই জানেন যে, বিগত কয়েক বছর ধরে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল ‍সেটেলম্যান্ট (বিআইএস)এর গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটি দেশের ঝুঁকি পরিমাপ করা হয় এবং সেটা করা হয় সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংকের ঝুঁকি পরিমাপের মধ্য দিয়ে।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কতকগুলো প্রতিষ্ঠান যেমন এস এন্ড পি, মুডি, ফিচ বা ট্রেডিং ইকনমিক্স (টিই)-- এরা কাজগুলো করে থাকে এবং তাদের রেটিংগুলো সারা পৃথিবীতেই গ্রহণযোগ্য। বিষয়গুলো খুবই টেকনিক্যাল। টিই অন্য রেটিং কোম্পানীগুলোর রেটিংগুলোকে গড় করে এবং আরো কতকগুলো বিষয় বিবেচনায় নিয়ে  র‍্যাঙ্কিং করে থাকে। যেমন- বৈদেশিক মুদ্রার বিনিময় হার, সরকারী বন্ডের সুদহার, স্টক ইনডেক্স, পণ্যমূল্য ইত্যাদি।

বর্তমানে বাংলাদেশ ও এশিয়ার উল্লেখযোগ্য দেশগুলোর টিই রেটিং নিম্নরুপঃ

বাংলাদেশ-৪০, ভারত-৪৭, পাকিস্তান-১৯, শ্রীলংকা-৩৫, ভিয়েতনাম-৩২ এবং চীন-৮০। টেকনিক্যাল বিষয়টি বাদ দিলে সরলভাবে বলা যায়, চীনকে বাদ দিলে বাংলাদেশ ও ভারত বিনিয়োগের জন্য ভিয়েতনাম, শ্রীলংকা ও পাকিস্তানের চেয়ে ভাল অবস্থানে আছে। একই সাথে বাংলাদেশ ও ভারত যদি অন্য দেশ বা সংস্থা থেকে ঋণ নেয় তাহলে ভিয়েতনাম, শ্রীলংকা ও পাকিস্তানের থেকে কম সুদে ঋণ নিতে পারে। একইভাবে বলা যায়, বৈদেশিক বাণিজ্য বিশেষতঃ আমদানি খরচ (অফিসিয়ালি, কারণ এসব ক্ষেত্রে বাংলাদেশে নানা রকম দূর্নীতি হয়ে থাকে) বাংলাদেশ ও ভারতে কম পড়ে।

যারা বাংলাদেশের রিজার্ভ লোপাট নিয়ে কথা বলছেন, গর্ভণর বা অর্থমন্ত্রীর দায়-দায়িত্ব বা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা কি এইদিকটি ভেবে দেখেছেন? আগামী বছরগুলোতে বিদেশী বিনিয়োগের মন্দা, আমদানি ব্যয়, বৈদেশিক ঋণের সুদের হার বৃদ্ধি ও মুদ্রাস্ফীতিজনিত কারণে বাংলাদেশের জনগণকে আরো কত হাজার কোটি টাকার লোকসান দিতে হবে?

 

নিউজবাংলাদেশ.কম/টিএবি 

লেখকের অন্যান্য লেখা:

এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!

হরি, রাম ও কেন্দ্রীয় ব্যাংক

নজরুল ও নার্গিস

ফেসবুকের ফ্রেন্ড এবং আনফ্রেন্ড

 

সংশ্লিষ্ট লেখা: 

কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক: মুখপাত্র

অর্থমন্ত্রীকে ড. আতিউর: তরুণের দৃষ্টিতে অর্থনীতিকে দেখুন

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব দায় এড়াতে পারেন না: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে সিআইডির তদন্ত দল

এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!

রিজার্ভ লুটের ঘটনায় কয়েকটি প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের মামলা সিআইডিতে

আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ওএসডি

রিজার্ভ চুরি পদত্যাগী গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্য

বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি

‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’

রিজার্ভ চুরি: অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা

রিজার্ভ চুরি তদন্তে শাবেক গভর্নরের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি

পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান

‘রিজার্ভ থেকে অর্থ চুরির কারণ আইটি দুর্বলতা’

‘আর্থিক খাতে সাইবার দুর্ঘটনার ১০টির ৯টি গোপন রাখা হয়’ 

সর্বশেষ

পাঠকপ্রিয়