News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ১৫ মার্চ ২০১৬
আপডেট: ০৮:০৫, ৩০ জানুয়ারি ২০২০

রিজার্ভ চুরি

অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা

অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা


ঢাকা: রিজার্ভ চুরির ঘটনায় অজ্ঞাত আসামি করে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার দুপুরে মামলাটি রেকর্ড করা হয় বলে নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই নিশাত জাহান। তিনি জানান অজ্ঞাত আসামি করে রিজার্ভ চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক। মামলা নম্বর ১৩।
 
এর আগে রিজার্ভ চুরির ঘটনায় সরকারের পক্ষ থেকে সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, রিজার্ভ চুরির ঘটনায় বিতর্কের প্রেক্ষিতে মঙ্গলবার পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব ফজলে কবির। তিনি এখন নিউইয়র্কে অবস্থান করছেন। ১৮ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী সপ্তাহেই তিনি দায়িত্ব নিতে পারেন। এর আগ পর্যন্ত ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর আবুল কাশেম।


নিউজবাংলাদেশ.কম/এনএইচ/টিএবি 

সংশ্লিষ্ট লেখা: 

এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!

রিজার্ভ লুটের ঘটনায় কয়েকটি প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের মামলা সিআইডিতে

রিজার্ভ চুরি: মামলার এজাহারে যা বলেছে বাংলাদেশ ব্যাংক

আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ওএসডি

রিজার্ভ চুরি পদত্যাগী গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্য

বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি

‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’

রিজার্ভ চুরি তদন্তে শাবেক গভর্নরের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি

পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান

‘রিজার্ভ থেকে অর্থ চুরির কারণ আইটি দুর্বলতা’

‘আর্থিক খাতে সাইবার দুর্ঘটনার ১০টির ৯টি গোপন রাখা হয়’  

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়