News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫২, ২৪ ডিসেম্বর ২০১৫
আপডেট: ০৭:১০, ২৮ এপ্রিল ২০২০

ফেসবুকের ফ্রেন্ড এবং আনফ্রেন্ড

ফেসবুকের ফ্রেন্ড এবং আনফ্রেন্ড

 

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর জাবির পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ক্লাসে প্রথম কম্পিউটার ব্যবহার করার সুযোগ ঘটে। জুতা খুলে সেখানে ঢুকতে হতো। আমি গ্রামে বড় হওয়া ও মফঃস্বল কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে আসা ছাত্র। ভয়ে ভয়ে ভিতরে ঢুকি। আধুনিক যন্ত্রের সাথে সেই প্রথম পরিচয়। যাতেই হাত দেই, ইন্সট্রাকটর ভয় দেখায়- এটা করোনা, ওটা ধরোনা, ইত্যাদি ইত্যাদি। ফলে যা হবার তাই হলো। দুদিন পর থেকে আমাকে ঐ রুমের আশে পাশে আর দেখা গেলো না। প্রযুক্তি ভীতিটা বয়ে বেড়াচ্ছি এখোনো।

যাইহোক, মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করতে শিখে প্রথম প্রথম অনেককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। অনেকে সে রিকোয়েস্ট একসেপ্ট করে আমাকে ধন্য করেছেন। এভাবেই দেশের স্বনামধন্য একজন লেখক আমার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলেন। আমি তো মহা খুশী। কিছুদিন বাদে তিনি ম্যাসেজে জানালেন যে তাদের একটি সংগঠন আছে যাদের কাজ হচ্ছে গরীব ও দুঃস্থ মুক্তিযুদ্ধাদের সাহায্য ও পূর্ণবাসন করা। আমি কোন সাহায্য করতে পারি কিনা জানতে চাইলেন। আমি খুশী হয়েই বললাম সাহায্য করবো। এ কথাও জানালাম আমাদের পারিবারিক একটা উদ্দ্যোগ আছে যেখান থেকে গরীব ও মেধাবী ছাত্রদের বৃত্তি দেয়া হয়। ফলে খুব বেশী আর্থিক সহযোগিতা করতে পারবো না। তিনি তার ব্যক্তিনামের প্রাইম ব্যাংকেরএকটি হিসাবে টাকা পাঠাতে বললেন। আমি খুশী হয়েই টাকা পাঠালাম।

তখন থেকে আমি তার ফলোয়ার। তার কিছুদিন বাদে তিনি আবার একই অনুরোধ জানালে আমি আবারও টাকা পাঠালাম। তারপর থেকে বছরে দু'বার করে তিনি এই অনুরোধ জানাতেন। আমি বড়মানুষের সাথে বন্ধুত্বের মূল্য উপলব্ধি করতে শুরু করে কিছুটা 'এভয়েড' করতে লাগলাম। দু'মাস আগে উনার পাঠানো ম্যাসেজের আমি কোন উত্তর দিইনি। গত কিছুদিন ধরে ওনার কোন পোষ্ট না দেখে চেক করে দেখি তিনি আমাকে আনফ্রেন্ড করেছেন।

তিনি আমাকে আনফ্রেন্ড করতেই পারেন? তিনি বিখ্যাত কবির বিখ্যাত লেখক পুত্র। আমিতো তো হেজিবেজি মাত্র! তিনি অবশ্য আমার অপরাধটা কী, বলেননি। ধারণা করি, আর্থিক কোন সাহায্য না করতে পারাটাই কারণ।

বিখ্যাত মানুষদের এমন আচরণে এখন আর অবাক হইনা। সব জায়গায়তো একই অবস্থা। রোকেয়া দিবসের নারী সমাবেশের প্রধান অতিথি কে? যিনি নিজেই লম্পট। নারীর ক্ষমতায়নের বড় প্রবক্তা যে এনজিও কর্মকর্তা, তার নিজের প্রতিষ্ঠানের নারী কর্মীরা তার থেকে নিরাপদ নয়!! তিনিই এখন গনতন্ত্রের রক্ষাকর্তা, যিনি পারিবারিক ও দলের মধ্যে সবচেয়ে বড় স্বৈরাচারী!!!

এই যখন অবস্থা সর্বত্র, আমার আনফ্রেন্ড হওয়াটা এমন কী ব্যপার?

 

নিউজবাংলাদেশ.কম/টিএবি 

 

 

সর্বশেষ

পাঠকপ্রিয়