News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৯, ১৬ মার্চ ২০১৬
আপডেট: ২০:৫৮, ১৯ জানুয়ারি ২০২০

বাংলাদেশ ব্যাংকে সিআইডির তদন্ত দল

বাংলাদেশ ব্যাংকে সিআইডির তদন্ত দল

ঢাকা: রিজার্ভের টাকা চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে বুধবার বাংলাদেশে ব্যাংকে গেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। দুপুরে তারা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

এর আগে বেলা ১১টার দিকে দলটি অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলমের নেতৃত্বে সিআইডির প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকে যায়।

সিআইডির কর্মকর্তারা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিচ্ছেন বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা প্রকাশ হওয়ার প্রায় একসপ্তাহ পর মঙ্গলবার রাজধানীর মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, রিজার্ভ চুরির ঘটনায় বিতর্কের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বেলা পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। নতুন গভর্নর হিসেবে যোগ দেবেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব ফজলে কবির। 

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়