‘রিজার্ভ থেকে অর্থ চুরির কারণ আইটি দুর্বলতা’
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের দুর্বলতার কারণে রিজার্ভ থেকে অর্থ চুরি হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলামুল আলম।
রোববার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সাথে জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, এসকে সুর চৌধুরী ও আবু হেনা মোহা. রাজী হাসান।
ড. এম আসলামুল আলম বলেন, “বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির কারণ আইটি বিভাগের দুর্বলতা। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, পুরো আর্থিক খাতের নিরাপত্তায় আইটি গুরুত্বপূর্ণ। তাই সরকার এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে।”
তিনি আরো বলেন, “বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয় ৮১ মিলিয়ন ডলার। এর মধ্যে ৬৮ হাজার ডলার ফেরত পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাকি টাকা ফেরত পেতে দীর্ঘ সময় লাগবে।”
উল্লেখ্য, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের একশো এক মিলিয়ন বা দশ কোটি দশ লাখ মার্কিন ডলার চুরি হয়।
বাংলাদেশ ব্যাংক বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তা প্রথমে প্রকাশ পায়। পরে বাংলাদেশ ব্যাংক দাবি করে, ওই টাকা ‘হ্যাক’ করে সরিয়ে নেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এটিএস
সংশ্লিষ্ট লেখা:
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির
এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!
বাংলাদেশ ব্যাংকের মামলা সিআইডিতে
আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী
ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ওএসডি
রিজার্ভ চুরি পদত্যাগী গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্য
বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি
‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’
রিজার্ভ চুরি: অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা
রিজার্ভ চুরি তদন্তে শাবেক গভর্নরের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি
নিউজবাংলাদেশ.কম