ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব দায় এড়াতে পারেন না: অর্থমন্ত্রী
ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম জড়িত নন, কিন্তু ‘বিষয়টা তার জানা উচিৎ ছিল’। জানেন না বলে নিজের দায় এড়াতে পারেন না তিনি।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমকে ওএসডি করা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে সচিব জড়িত নন। কিন্তু তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন, ‘বিষয়টা তার জানা উচিৎ ছিল’। জানেন না বলে নিজের দায় এড়াতে পারেন না তিনি। এ কারণে তাকে সরানো হয়েছে।’
অর্থমন্ত্রী বলেন, নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পরই বাংলাদেশ ব্যাংকের সবকিছু দেখাশোনা করবেন। এখন বাংলাদেশ ব্যাংকে দুটি ডেপুটি গভর্নরের পদ খালি। এ পদে নিয়োগ প্রক্রিয়া বেশ দীর্ঘ হয়ে থাকে। সার্চ কমিটি গঠন করতে হয়। নতুন গভর্নর যোগ দেওয়ার পর তিনিই বিষয়টি দেখভাল করবেন।
অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ চুরির বিষয়ে যে তদন্ত কমিটি হয়েছে, তাদের কাজ নতুন গভর্নরই দেখবেন। এ ছাড়া রিজার্ভ চুরির বিষয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা আগামী দু’একদিনের মধ্যে তার সঙ্গে দেখা করবেন।
আইটি বিশেষজ্ঞ ভারতীয় নাগরিক রাকেশ আস্তানার বিষয়ে মন্ত্রী বলেন, এটাও নতুন গভর্নর দেখবেন। তবে যেহেতু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কাজেই তার কাজের পরিধি কমানো হবে।
অপরদিকে ৭৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও পাঁচটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে
সংশ্লিষ্ট লেখা:
কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক: মুখপাত্র
অর্থমন্ত্রীকে ড. আতিউর: তরুণের দৃষ্টিতে অর্থনীতিকে দেখুন
বাংলাদেশ ব্যাংকে সিআইডির তদন্ত দল
এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!
রিজার্ভ লুটের ঘটনায় কয়েকটি প্রশ্ন
বাংলাদেশ ব্যাংকের মামলা সিআইডিতে
আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী
ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ওএসডি
রিজার্ভ চুরি পদত্যাগী গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্য
বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি
‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’
রিজার্ভ চুরি: অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা
রিজার্ভ চুরি তদন্তে শাবেক গভর্নরের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি
পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান
নিউজবাংলাদেশ.কম