কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক: মুখপাত্র
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগ ও দুই ডেপুটি গভর্নরের অব্যহতির মতো বড় পরিবর্তনের পরের দিন বুধবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে দাবি করেছেন নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা। বুধবার বিকেলে শুভংকর সাহা তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
শুভংকর সাহা বলেন, রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা বা আমাদের কোনো দুর্বলতা থাকলে সেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। সিআিইডির কয়েকজন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকে আসছে, বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছে।
তিনি বলেন, কোনো হাই পাওয়ার এন্টি ভাইরাসের কমতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা সেটাও দেখা হবে। আমাদের সিস্টেম ও অন্যান্য ব্যাংকের সিস্টেমও পর্যালোচনা করছি আমরা। তদন্তের মাধ্যমে তা শিগগির বেরিয়ে আসবে।
বিভিন্ন তদন্ত দলের কার্যক্রমের সমন্বয়ের কথা উল্লেখ করে শুভংকর বলেন, সরকারি তদন্ত কর্মকর্তারাও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
তিনি জানান, দুইজন ডেপুটি গভর্নরের অব্যহতির কাগজ আমরা পেয়েছি, আশা করছি খুব শিগগির নতুন দুজন ডেপুটি গভর্নর আমরা পাব।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের পদত্যাগী গভর্নর ড. আতিউর রহমান ভারত সফরে থাকা অবস্থায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, বাংলাদেশে ব্যাংকে ব্যাপক পরিবর্তন আনা হবে। সোমবার মন্ত্রী সভার নিয়মিত বৈঠকেও রির্জাভ চুরির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবহেলা ও অর্থ মন্ত্রণালয়কে না জানানোর বিষয়ে উত্তপ্ত বক্তব্য দেন অর্থমন্ত্রী। ওই দিনেই দেশে ফিরেন আতিউর রহমান। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। পরদিন মঙ্গলবার গভর্নর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে লিখিতভাবে পদত্যাগ করেন। মূলত একের পর এক এ ধরনের ঘটনার অভিঘাতে চলতি সম্পাহের প্রথম থেকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে প্রাণচঞ্চলতা হারায়। যদিও মুখপাত্র বলছেন কার্যক্রম স্বাভাবিক।
প্রসঙ্গত, মঙ্গলবার গভর্নরের পদত্যাগ, দুই ডেপুটি গভর্নরের অব্যাহতি এবং ব্যাংকিং বিভাগের সচিবের ওএসডির পর বাংলাদেশ ব্যাংকে এক ধরনের স্থবিরতা চলে আসে। সব কর্মকর্তাদের মধ্যে চিন্তাযুক্ত মনোভাব লক্ষ্য করা যায়।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এফই
সংশ্লিষ্ট লেখা:
অর্থমন্ত্রীকে ড. আতিউর: তরুণের দৃষ্টিতে অর্থনীতিকে দেখুন
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব দায় এড়াতে পারেন না: অর্থমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকে সিআইডির তদন্ত দল
এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!
রিজার্ভ লুটের ঘটনায় কয়েকটি প্রশ্ন
বাংলাদেশ ব্যাংকের মামলা সিআইডিতে
আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী
ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ওএসডি
রিজার্ভ চুরি পদত্যাগী গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্য
বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি
‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’
রিজার্ভ চুরি: অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা
রিজার্ভ চুরি তদন্তে শাবেক গভর্নরের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি
পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান
নিউজবাংলাদেশ.কম