বাংলাদেশ ব্যাংকের মামলা সিআইডিতে
ঢাকা: মতিঝিল থানায় দায়ের করা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলাটি তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
তিনি বলেন, “মানি লন্ডারিং আইনের মামলাগুলোর তদন্ত সাধারণত সিআইডি করে থাকে। এ মামলার তদন্তও তারা করবে। আমরা মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেছি। সিআইডি থেকে এখন তদন্ত কর্মকর্তা নির্ধারণ করা হবে।”
এর আগে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মো. জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১৩।
উল্লেখ্য, রিজার্ভ চুরির ঘটনায় বিতর্কের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বেলা পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব ফজলে কবির। তিনি এখন নিউইয়র্কে অবস্থান করছেন। ১৮ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
সংশ্লিষ্ট লেখা:
রিজার্ভ চুরি: মামলার এজাহারে যা বলেছে বাংলাদেশ ব্যাংক
এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!
রিজার্ভ লুটের ঘটনায় কয়েকটি প্রশ্ন
আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী
ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ওএসডি
রিজার্ভ চুরি পদত্যাগী গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্য
বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি
‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’
রিজার্ভ চুরি: অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা
রিজার্ভ চুরি তদন্তে শাবেক গভর্নরের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি
পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান
নিউজবাংলাদেশ.কম