News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১০, ১৫ মার্চ ২০১৬
আপডেট: ১০:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০২০

রিজার্ভ চুরি: মামলার এজাহারে যা বলেছে বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ চুরি: মামলার এজাহারে যা বলেছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের ব্যাক অফিস অব দি ডিলিং রুমের যুগ্ম পরিচালক মো. জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মতিঝিল থানায় এজাহারটি দায়ের করেন।

মঙ্গলবার দায়ের করা ওই মামলার ৩ পৃষ্ঠার এজাহারে বলা হয়েছে- গত ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার কাজ শেষে রাত আনুমানিক ৮টা ৩ মিনিটের মধ্যে কর্মকর্তারা অফিস ত্যাগ করি। সুইফট (SWIFT) লেনদেনের নিয়ম মোতাবেক পরবর্তী দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি শুক্রবার গত দিনের তথা ৪ ফেব্রুয়ারি তারিখের সম্পাদিত লেনদেনের নিশ্চয়তা বার্তা (acknowledgement / confirmation) সুইফট কক্ষে রক্ষিত প্রিন্টারে প্রিন্ট হওয়ার কথা।

৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে আমি অফিসে আসি। আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় এডি সুইফট রফিক আহমাদ মুজমদার আগের দিনের নিশ্চয়তা বার্তা সংগ্রহের জন্য কক্ষে প্রবেশ করেন এবং তিনি সুইফট সার্ভার লগইন করে বার্তা প্রিন্ট করতে ব্যর্থ হন। প্রিন্টারের সমস্যা বিভিন্ন সময়ে ঘটে থাকে। তাই এ সমস্যার কথা অন্য কর্মকর্তাদের মৌখিকভাবে জানানোর নির্দেশ দিই। আমাকে বিষয়টির পরবর্তী অবস্থা জানানোর জন্য বলে আমি আনুমানিক ১১টা ১৫ মিনিটে অফিস ত্যাগ করি। দিনটি শুক্রবার হওয়ায় সমস্যাটি নিয়ে পুনরায় পরবর্তী দিন অর্থাৎ শনিবার কাজ করা হবে মর্মে সিদ্ধান্ত নিয়ে উপস্থিত কর্মকর্তারা আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় অফিস ত্যাগ করেন, যা আমি পরে জানতে পারি।

৬ ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে অফিসে আসি এবং সহকর্মীদের সহায়তা নিয়ে প্রিন্টিং সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করি। এ সময় লক্ষ্য করি, সুইফটের সফটওয়্যার চালু হচ্ছে না। সফটওয়্যার চালু করতে গেলেই মনিটরে একটি স্বয়ংক্রিয় বার্তা ‘A File is missing or changed’ এবং ‘nroff.exe’ নামের একটি ফাইলের নাম Folder path সহ নির্দেশ করেছিল।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

সংশ্লিষ্ট লেখা: 

এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!

রিজার্ভ লুটের ঘটনায় কয়েকটি প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের মামলা সিআইডিতে

আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ওএসডি

রিজার্ভ চুরি পদত্যাগী গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্য

বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি

‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’

রিজার্ভ চুরি: অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা

রিজার্ভ চুরি তদন্তে শাবেক গভর্নরের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি

পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান

‘রিজার্ভ থেকে অর্থ চুরির কারণ আইটি দুর্বলতা’

‘আর্থিক খাতে সাইবার দুর্ঘটনার ১০টির ৯টি গোপন রাখা হয়’ 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়