‘আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত’
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগকে নৈতিক মনোবল ও সৎ সাহসের এক বিরল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগপত্র জমা দেয়ার পর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ মনোভাবের কথা জানান তার প্রেস সচিব ইহসানুল করিম।
ইহসানুল করিম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করে পদত্যাগপত্র পেশ করেছেন। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’
তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ড. আতিউর রহমানের এই পদক্ষেপ একটি সাহসী পদক্ষেপ, যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।’
ড. আতিউর রহমানের বিভিন্ন অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সময়ে বিশেষ করে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা খাত আরও গতিশীল হয়েছে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের যে সব কর্মকর্তার দায়িত্ব অবহেলায় এ ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।
নিউজবাংলাদেশ.কম/পিএ/এফই
সংশ্লিষ্ট লেখা:
রিজার্ভ চুরি: মামলার এজাহারে যা বলেছে বাংলাদেশ ব্যাংক
এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!
রিজার্ভ লুটের ঘটনায় কয়েকটি প্রশ্ন
বাংলাদেশ ব্যাংকের মামলা সিআইডিতে
ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ওএসডি
রিজার্ভ চুরি পদত্যাগী গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্য
বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি
‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’
রিজার্ভ চুরি: অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা
রিজার্ভ চুরি তদন্তে শাবেক গভর্নরের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি
পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান
নিউজবাংলাদেশ.কম