রিজার্ভ চুরি
পদত্যাগী গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্য
ঢাকা: রিজার্ভ চুরির বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানাতে বিলম্বের কারণ সম্পর্কে সন্তুষ্ট না হলে অর্থ মন্ত্রণালয় ও সরকার অবশ্যই দায় চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তবে এজন্য সংবাদমাধ্যমে আগাম ঘোষণা দিয়ে দেশের আর্থিক খাত ব্যবস্থাপনার ওপর জনগণের আস্থাকে সংকটাপন্ন করে সরকারের এবং দেশের স্বার্থের সুরক্ষা হয় কিনা সে প্রশ্নটি বিবেচনায় নেবার অনুরোধ রইল।
রিজার্ভ চুরির ঘটনায় বাংলদেশ ব্যাংকের পদত্যাগী গভর্নর ড. আতিউর রহমান মঙ্গলবার তার গুলশান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের কাছে এ বিষয়ে লিখিত আকারে এভাবেই তার বক্তব্য তুলে ধরেন। তার বক্তব্যটি নিচে দেয়া হলো:
২০১৬ সালের ফেরুয়ারি ৪ তারিখে গভীর রাতে বাংলাদেশ ব্যাংকের সুইফট সংযোগে সাইবার আক্রমণের ঘটনায় ৩৫টি ভুয়া পরিশোধ নির্দেশের মোট ৯৫১ মিলিয়ন মার্কিন ডলার অংকের মধ্যে ৩০টি নির্দেশের বিপরীতে ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার এফআরবি, নিউইয়র্ক হিসাব থেকে পরিশোধ হওয়া শুরুতেই প্রতিহত করা গেছে। ৫টি পরিশোধ নির্দেশের বিপরীতে বিকল হয়ে যাওয়া ১০১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে শ্রীলংকার প্যান এশিয়া ব্যাংকিং কর্পোরেশনে যাওয়া একটি পরিশোধ নির্দেশের ২০ মিলিয়ন মার্কিন ডলারও ফেরত আনা সম্ভব হয়েছে। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে যাওয়া অবশিষ্ট ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফেরত আদায়ের আইনী প্রক্রিয়া ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এবং ঐ দেশের মানি লন্ডারিং কর্তৃপক্ষের ঘনিষ্ট সহযোগিতায় চলমান রয়েছে।
ঘটনার পরর্তী কার্যদিবস থেকেই অর্থ পুনরুদ্ধারের, জড়িত পক্ষগুলো শনাক্ত করবার এবং অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করে দূর করবার কার্যক্রম সর্বোচ্চ অগ্রাধিকারের সংগে সক্রিয় রয়েছে। বিশ্বব্যাংকের সঙ্গে ব্যাংকিং ও আর্থিকখাত জোরদারকরণ প্রকল্পের আওতায় উচ্চ দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন একজন পরামর্শক নিয়োগ করা হয়েছে। যার নেতৃত্বে একটি ফরেনসিক বিশেজ্ঞদল সাইবার আক্রমণটির সঙ্গে জড়িত পক্ষগুলো চিহ্নিত করার কাজের পাশাপাশি বাংলাদেশে ব্যাংকের সামগ্রিক তথ্য প্রযুক্তি নেটওয়ার্কের ভালনারেবিলিটিগুলো চিহ্নিত করে সঙ্গে সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তি প্রতিরোধ ব্যবস্থা সংযোজন করা যাচ্ছে। এফআরবি, নিউইয়র্কের সংগে চলমান নতুন পরিশোধ কার্যক্রমে উচ্চতর সতর্কতার নতুন প্রোটোকল এখন অনুসরণ করা হচ্ছে।
ফিলিপাইনে প্রাপক ব্যাংক থেকে মার্কিন ডলার ৮১ মিলিয়ন ফেরত আদায়ের চলমান কার্যক্রমের পাশাপাশি পরিশোধ স্থগিত রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুরোধ আমলে না নিয়ে ওই অংক পরিশোধের বিষয়ে এফআরবি, নিউইয়র্কের আইনী দায় সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য নিউইয়র্কে আইনজ্ঞ পরামর্শ নেবার উদ্যোগও নেয়া হয়েছে, যাতে প্রয়োজনে এফআরবি, নিউইয়র্কের থেকেও ক্ষতিপূরণ দাবির পদক্ষেপ নেয়া যায়। এ ছাড়া বিশ্ব্যব্যাংক স্টোলেন অ্যাসেট রিকভারি (এসটিএআর) উদ্যোগের মাধ্যমে পরিশোধ আদায়ের সম্ভাব্যতার বিষয়েও বিশ্বব্যাংক এবং এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।
সমগ্র কার্যক্রম প্রাথমিকভাবে গোপনীয়তার সঙ্গে পরিচালনার উদ্দেশ্য ছিল এই ঘটনার বিষয়ে জনমনে আতংক সৃষ্টি এড়ানো, বিশেষত একই সময়ে বিভিন্ন ব্যাংকের এটিএম নেটওয়ার্কে সাইবার আক্রমণের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনার প্রেক্ষিতে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুসন্ধানে চিত্র স্পষ্টতর হাবার পর বিষয়টি সরকারের উচ্চ মহলকে জানানো হয়; এবং এখন র্যাব ও অন্যান্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রমে সংশ্লিষ্ট হচ্ছেন। বাংলাদেশ ব্যাংকে সাইবার আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা ডায়াগনস্টিক বাংলাদেশ ব্যাংকের দিক থেকে দ্রুত সম্পাদনের ব্যবস্থা নেয়া হচ্ছে, এ কাজটিতে বিশ্বব্যাংকের সঙ্গে চলমান প্রজেক্টের আওতায় বিশেষজ্ঞ জনবল নিয়োগ করা হবে। ডায়াগনস্টিকে পাওয়া দুর্বলতাগুলো অতি দ্রুত দূরীকরণের পদক্ষেপও একই সাথে ব্যাংকগুলোয় সক্রিয় করা হবে।
বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানাতে বিলম্বের কারণ সম্পর্কে সন্তুষ্ট না হলে অর্থ মন্ত্রণালয় ও সরকার অবশ্যই দায় চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন; তবে এজন্য সংবাদমাধ্যমে আগাম ঘোষণা দিয়ে দেশের আর্থিক খাত ব্যবস্থাপনার ওপর জনগণের আস্থাকে সংকটাপন্ন করে সরকারের এবং দেশের স্বার্থের সুরক্ষা হয় কিনা সে প্রশ্নটি বিবেচনায় নেবার অনুরোধ রইল।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এফই
সংশ্লিষ্ট লেখা:
রিজার্ভ চুরি: মামলার এজাহারে যা বলেছে বাংলাদেশ ব্যাংক
এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!
রিজার্ভ লুটের ঘটনায় কয়েকটি প্রশ্ন
বাংলাদেশ ব্যাংকের মামলা সিআইডিতে
আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী
ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ওএসডি
বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি
‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’
রিজার্ভ চুরি: অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা
রিজার্ভ চুরি তদন্তে শাবেক গভর্নরের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি
পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান
নিউজবাংলাদেশ.কম