News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৯, ১৫ মার্চ ২০১৬
আপডেট: ০৮:০৪, ১৮ জানুয়ারি ২০২০

‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’

‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’

ঢাকা: চলতি গভর্নরের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম বলেছেন, “তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন কেন্দ্রীয় ব্যাংকের অর্থ খোয়া যাওয়ার বিষয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কই দায়ী। কারণ তারা একাউন্ট থেকে অর্থ ছাড়ের সময় কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়নি।”

এর কারণ হিসেবে তিনি বলেন, “৩৫টি পেমেন্ট ডিমান্ডের কথা তারা আমাদেরকে জানিয়েছিল কিন্তু আমরা বললাম, জানাচ্ছি। কিন্তু আমরা জানানোর আগেই তারা ৫টি একাউন্টের টাকা ছাড় দিয়েছে, আর বাকি ৩০টি দেয়নি।” এটা কেন- প্রশ্ন তোলেন তিনি।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডেপুটি গভর্নর আবুল কাশেম এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাকে অন্তবর্তীকালিন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে বলে আমি গণমাধ্যম থেকে জেনেছি। কিন্তু এ বিষয়ে সরকারের উপর মহল থেকে কোনো চিঠি বা কোনো ধরনের নির্দেশনা আমি পাইনি। এছাড়া ফজলে কবিরকে গভর্নর নিয়োগ দেওয়ার বিষয়েও আমি কিছু জানি না। এও আমি জেনেছি গণমাধ্যমের মাধ্যমে।”

ফেডারেল রিজার্ভ থেকে চুরি হওয়া টাকা ফেরত পাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা তাদের কাছ থেকে টাকা ফেরত পাব। কারণ তাদের দেশের আইনে আছে যদি কোনো গ্রাহকের টাকা চুরি হয় তাহলে ব্যাংক কর্তৃপক্ষ দ্বিগুণ জরিমানা দেবে। এ হিসাবে আমরা বলতে পারি যে, আমাদের খোয়া যাওয়া টাকা আমরা অবশ্যই ফেরত পাব।”

ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে সরকারের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। সরকারের পক্ষ থেকে সিগনাল পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

 

নিউজবাংলাদেশ.কম/জেএস/এএইচকে

সংশ্লিষ্ট লেখা: 

এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!

রিজার্ভ লুটের ঘটনায় কয়েকটি প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের মামলা সিআইডিতে

রিজার্ভ চুরি: মামলার এজাহারে যা বলেছে বাংলাদেশ ব্যাংক

আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ওএসডি

রিজার্ভ চুরি পদত্যাগী গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্য

বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি

রিজার্ভ চুরি: অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা

রিজার্ভ চুরি তদন্তে শাবেক গভর্নরের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি

পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান

‘রিজার্ভ থেকে অর্থ চুরির কারণ আইটি দুর্বলতা’

‘আর্থিক খাতে সাইবার দুর্ঘটনার ১০টির ৯টি গোপন রাখা হয়’    

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়