ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ওএসডি
ঢাকা: ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব এম আসলাম আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রিজার্ভ চুরি নিয়ে তুমুল আলোচনার মধ্যে গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের পর মঙ্গলবার তাকে ওএসডি করা হলো।
এর আগে একই ঘটনায় আজ (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেওয়া হয়।
মঙ্গলবার আতিউর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেন। এরপর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক প্রাক বাজেট আলোচনায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী।
প্রসঙ্গত, রিজার্ভ চুরির ঘটনায় বিতর্কের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বেলা পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব ফজলে কবির। তিনি এখন নিউইয়র্কে অবস্থান করছেন। ১৮ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এএইচকে/এফই
সংশ্লিষ্ট লেখা:
এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!
রিজার্ভ লুটের ঘটনায় কয়েকটি প্রশ্ন
বাংলাদেশ ব্যাংকের মামলা সিআইডিতে
আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী
রিজার্ভ চুরি পদত্যাগী গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্য
বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি
রিজার্ভ চুরি: মামলার এজাহারে যা বলেছে বাংলাদেশ ব্যাংক
‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’
রিজার্ভ চুরি: অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা
রিজার্ভ চুরি তদন্তে শাবেক গভর্নরের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি
পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান
নিউজবাংলাদেশ.কম