রিজার্ভ লুটের ঘটনায় কয়েকটি প্রশ্ন
রিজার্ভ লুটের ঘটনায় কয়েকটি প্রশ্নের উত্তর পেলেই অনেক কিছু জানা যাবে--
১. রিজার্ভ লুটের ঘটনা কেন এক মাস ধরে গোপন রাখা হয়েছিল? কার নির্দেশে? কার পরামর্শে? আমি নিশ্চিত আতিউরের এতো বড় কইলজা নাই। নিজের বুদ্ধিতে সে এটা গোপন রাখবে না। আর নিজের বুদ্ধিতে করলেও কেনো?
২. ইন্ডিয়ায় গিয়ে আতিউর বলেছিলেন একমাস আগেই প্রধানমন্ত্রীকে জানানো হয়েছিল। তারপর তার পদত্যাগ। আসলেই কি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছিল? এ বিষয় ক্লিয়ার করার দায়িত্ব এখন প্রধানমন্ত্রীর অফিসের।
৩. আতিউরের তো এটা অর্থ মন্ত্রণালয়কে জানানোর কথা, প্রধানমন্ত্রী কেনো? এই ঘটনায় আতিউর কী কারণে অর্থ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রীকে এ্যাভয়েড করছিলেন এবং এখন পর্যন্তও করছেন?
৪. কার পরামর্শে রাকেশ আস্থানাকে ডাকা হয়েছিল এবং ফরমাল প্রসেস ছাড়াই তাকে কাজ দেয়া হয়েছিল? আস্থানার কথা প্রথম কার মাথা থেকে আসছিলো?
৫. আস্থানা এখানে এসে কি কি কাজ করেছিলেন? প্রমাণ নষ্ট করার মতো কিছূ করেছিলেন কি?
৬. এতো বড় ঘটনার পর দেড়মাস পার হয়ে গেলো, মামলা দুরে থাক, আজ পর্যন্ত থানায় একটা এফআইরও দায়ের করা হলো না কেন?
৭. এতো বড় ঘটনার পরও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বক্তব্য নাই কেনো?
৮. বাংলাদেশ ব্যাংকের এতো বড় ফেই্লিউরের পরও অর্থ মন্ত্রণালয়ের এরকম হতবুদ্ধি অবস্থা কেন? তাদের আরও বেশী এ্যকটিভ দেখা যাওয়ার কথা। কিন্তু তারা প্রায় চুপচাপ।
৯. সংবাদপত্রে দেখলাম বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশনের ডিলিং রুমের দুটি সিসি ক্যামেরা বন্ধ ছিল রিজার্ভ লুটের দিন। এখন পর্যন্ত সংশ্লিষ্ট ডিপার্র্টমেন্টের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই কেনাে?
আরো প্রশ্ন যোগ করুন...
লেখক: সাংবাদিক
নিউজবাংলাদেশ.কম/টিএবি
সংশ্লিষ্ট লেখা:
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির
এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়ানো জরুরি!
বাংলাদেশ ব্যাংকের মামলা সিআইডিতে
আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী
ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ওএসডি
রিজার্ভ চুরি পদত্যাগী গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্য
বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি
‘রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভই দায়ী’
রিজার্ভ চুরি: অজ্ঞাত আসামি করে বাংলাদেশ ব্যাংকের মামলা
রিজার্ভ চুরি তদন্তে শাবেক গভর্নরের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি
পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান
‘রিজার্ভ থেকে অর্থ চুরির কারণ আইটি দুর্বলতা’
‘আর্থিক খাতে সাইবার দুর্ঘটনার ১০টির ৯টি গোপন রাখা হয়’