News Bangladesh

নারী ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৯, ১৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৫:১৫, ১৫ জানুয়ারি ২০২৫

আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

ছবি: সংগৃহীত

দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় দিনগত রাত ৩টা ৩ মিনিটে মারা গেছেন তিনি। সামাজিকমাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তনি।

বুধবার (১৫ জানিুয়ারি) নিজের সামাজিকমাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন, 'সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।'

শুধু এখানেই নয়, তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর মৃত্যুর সময়টি উল্লেখ করে ফাতিমা তনি লিখেছেন, 'আমাদেরকে সারাজীবনের মতো একা করে চলে গেছে। আমি পারিনি তাকে বাচিঁয়ে রাখতে।'

প্রসঙ্গত, তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিকমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এ নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছেন তিনি।

ফাতিমা তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়