হবিগঞ্জে বাসচাপায় ৩ নারী পোশাকশ্রমিক নিহত
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে বাসচাপায় একটি পোশাক কারখানার তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন, উর্মী আক্তার, দিলারা বেগম ও রুমি আক্তার।
শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজারে বাদশা পাইওনিয়ার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, টমটমে করে সকালে শ্রমিকরা কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। দ্রুতগতির একটি বাসের ধাক্কায় তাদের টমটম উল্টে দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই ২ নারী মারা যান।
একজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
তাদের মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সাইদুল হক।
নিউজবাংলাদেশ.কম/এনডি