News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৮, ১২ মার্চ ২০২১

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের স্বর্ণ জিতল সালমারা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের স্বর্ণ জিতল সালমারা

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে স্বর্ণপদক জিতেছে সালমারা। শুক্রবার সিলেটে জমজমাট ফাইনালে রুমানা আহমেদদের বাংলাদেশ সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে স্বর্ণপদক জিতেছে সালমা খাতুনদের বাংলাদেশ নীল দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫০ ওভারের ওয়ানডে ম্যাচে শুরুতে ব্যাট করে ৩৬ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় সবুজ দল। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ৩১.৪ ওভার অক্ষত রেখে স্বর্ণপদক নিশ্চিত করে নীল দল। শিরোপার মঞ্চে সানজিদা ইসলাম ১২, রুমানা আহমেদ ১৪ ও রিতু মনির ১৮ রানে ফিফটি পেরোনো সংগ্রহ পায় সবুজ দল। তাদের আর কোনো ব্যাটার পাননি দুই অঙ্কের দেখা।
নীল দলের হয়ে জাহানারা আলম ও ফারিহা তৃষ্ণা নিয়েছেন ২টি করে উইকেট। সালমা খাতুন, মুমতা হেনা ও রাবেয়া খানের ঝুলিতে গেছে একটি করে উইকেট।
জবারে শামিমা সুলতানার ৩২ ও ফারজানা হকের অপরাজিত ২৮ রানে জয়ে নোঙর ফেলে নীল দল। তিন দলের আসরে দুই ম্যাচে দাপুটে জয়ে অনায়াসে ফাইনাল নিশ্চিত করেছিল সালমা-জাহানারাদের বাংলাদেশ নীল দল। এ টুর্নামেন্টের মধ্যদিয়ে করোনাকালিন এক বছর অপেক্ষার পর এই আসর দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। 
নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সময়কাল ১ থেকে ১০ এপ্রিল হলেও মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছিল আগেভাগেই। এপ্রিলে সাউথ আফ্রিকার ইমার্জিং নারী দল বাংলাদেশ সফরে আসবে। খেলবে পাঁচটি ওয়ানডে। যে কারণে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন নিয়ে ৬ মার্চ সিলেটে বিসিবি শুরু করে দেয় মেয়েদের ক্রিকেট ইভেন্টটি। টি-টুয়েন্টি ফরম্যাটে খেলা হওয়ার কথা থাকলেও সালমা-রুমানা-জাহানারাদের সামনে ওয়ানডে বিশ্বকাপ বাছাই থাকায় প্রস্তুতির সুবিধার্থে দৈর্ঘ্য বড় করা হয় ম্যাচের।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়