গুগল ডুডলে জোহরা কাজীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন
ভারতীয় উপমহাদেশে চিকিৎসাশাস্ত্রে নারীদের জন্য বিশ শতকের পথিকৃৎ ডা. জোহরা বেগম কাজীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
বৃহস্পতিবার জোহরা কাজীর একটি প্রতীকী ছবি দেখিয়ে গুগল ডুডল তার বাংলাদেশি হোমপেজ পরিবর্তন করেছে।
অবিভক্ত ভারতের মধ্য প্রদেশের রাজনান গ্রামে ১৯১২ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন জোহরা কাজী। তার আদি পৈত্রিক নিবাস বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামে।
জোহরা কাজী ১৯৩৫ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করার পর কর্মজীবনে প্রবেশ করেন। দেশ ভাগের পর ১৯৪৮ সালে ঢাকায় এসে তিনি যোগ দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
সম্মিলিত সামরিক হাসপাতালে অনারারি কর্নেল এবং মিডফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে গাইনোকোলজি বিভাগের প্রধান ও অনারারি প্রফেসর হিসাবেও দায়িত্ব পালন করেছেন জোহরা কাজী।
কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক, বেগম রোকেয়া পদক এবং তখমা-ই-পাকিস্তানী অর্জন করেন জোহরা কাজী।
তিনি ২০০৭ সালের ৭ নভেম্বর মারা যান।
নিউজবাংলাদেশ.কম/এনডি