কমলা হ্যারিসে উচ্ছ্বসিত প্রিয়াংকা
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ২০ জানুয়ারি জো বাইডেনের রানিংমেট হিসেবে শপথ নেবেন তিনি।
ভারতীয় বংশোদ্ভূত এ নারীর কৃতিত্বে আনন্দে আত্মহারা বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।
সম্প্রতি আমেরিকার হবু ভাইস প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে ভোগ ম্যাগাজিনের ছাপানো একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াংকা।
লেখেন– ‘ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অ্যান্ড দ্য নিউ আমেরিকা’।
প্রিয়াংকা আরও লেখেন, “এই সপ্তাহে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তার ১০ দিনের মাথাতেই কমলা হ্যারিসের মতো একজন নেত্রীকে দেখতে পাবেন মার্কিনিরা। একজন নারী। হ্যাঁ, একজন ভারতীয় বংশোদ্ভূত, একজন কৃষাঙ্গ নারীও।”
তিনি আরও লেখেন, “একজন নারী যার মা-বাবা দুজনেই যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে জন্মগ্রহণ করেছেন। ভারতের মতো একটি দেশে যেখানে বহু নেত্রী রাজনৈতিক ময়দানে নিজেদের স্বাক্ষর রেখে গেছেন।”
“যুক্তরাষ্ট্রের সরকারে সে রকমই এক ভারতীয় বংশোদ্ভূত নারী প্রথমবারের জন্য পা রাখতে যাচ্ছেন, যা অবিশ্বাস্য! এই প্রথম হতে পারে, কিন্তু আশা করব যেন শেষবারের জন্য না হয়”-যোগ করেন প্রিয়াংকা।
নিউজবাংলাদেশ.কম/এফএ