বেনাপোলে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু
বেনাপোলে করোনাভাইরাসের উপসর্গ জ্বর সর্দি কাশি নিয়ে সাংবাদিক বকুলের ছোট ভাই হাবিবুর রহমান মারা গেছেন।
রোববার দিবাগত রাত ১১টার দিকে যশোর মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হাবিবুর রহমান বেনাপোল দুর্গাপুর রোডে অবস্থিত সাংবাদিক বকুল মাহবুবের ছোট ভাই ও হাজী মহাজনের ছেলে। তাদের গ্রামের বাড়ি পুটখালী ইউনিয়নের উত্তর বারোপোতা গ্রামে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে হাবিবুর রহমান করোনাভাইরাসের উপসর্গ জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে করোনা ভাইরাসের টেস্ট করানো হয়। কিন্তু ফলাফল আসে নেগেটিভ। তার অবস্থা গুরুতর হওয়ায় তিন দিন আগে আবারো তার করোনাভাইরাস টেস্টের জন্য স্যাম্পল পাঠানো হয়। কিন্তু সেটার ফলাফল এখনো আসেনি। রোববার রাত ১০টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তার পরিবারের লোকজন তাকে জরুরি ভিত্তিতে যশোর জেনারেল হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাত ১০টার দিকে নাভারন পৌঁছালে তার অবস্থা আরো সংকটাপন্ন হয়। এ সময় নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে অক্সিজেন দিয়ে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১টার দিকে যশোর হসপিটালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করেন। ওই রাতেই সাংবাদিক বকুলের আত্মীয়-স্বজনরা নিহত হাবিবুর রহমানের লাশ গ্রামের বাড়ি উত্তর বারোপোতা গ্রামে নিয়ে যান।
বিষয়টি নিয়ে শার্শা উপজেলা কর্মকর্তা পুলক কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, “নিহত হাবিবুর রহমান বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়ে ভুগছিলেন। তার পরিবার প্রথমদিকে করোনা ভাইরাসের টেস্ট করালে তা নেগেটিভ আসে। তিন দিন আগে আবারো ভাইরাসের টেস্ট করার জন্য স্যাম্পল হসপিটালে পাঠায়। কিন্তু এখনো ফলাফল আসেনি। খোঁজখবর নেওয়া হচ্ছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে ঐ এলাকার লকডাউন করা হবে বলে তিনি জানান।
নিউজবাংলাদেশ.কম/এফএ