News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৬, ২ মে ২০২০
আপডেট: ০৪:২৬, ৫ মে ২০২০

নিউইয়র্কে সোনালীর রেমিটেন্স কার্যক্রম চালু হচ্ছে

নিউইয়র্কে সোনালীর রেমিটেন্স কার্যক্রম চালু হচ্ছে

নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ কার্যক্রম ফের চালু হচ্ছে।
শনিবার থেকে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে পুনরায় এই কার্যক্রম চালু হচ্ছে।
জানা যায়, যুক্তরাষ্ট্র সরকারের করোনা ভাইরাস বিধি-বিধান মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রম ফের চালু হচ্ছে। শনিবার থেকে সোনালী এক্সচেঞ্জ নিউইয়র্কের সাতটি শাখা থেকেই বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো যাবে। ওই শাখাগুলো হলো- ম্যানহাটান, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস, ওজনপার্ক, এস্টোরিয়া।
জানা গেছে, সোনালি এক্সচেঞ্জের যে কোনো শাখায় শনিবার থেকে বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশে টাকা প্রেরণ করা যাবে।
তবে করোনা ঝুঁকি এড়াতে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সশরীরে উপস্থিত না হয়েও সোনালি এক্সচেঞ্জের ওয়েবসাইটের (www.sonaliexchange.com) মাধ্যমে অনলাইন ভিত্তিক আর্থিক লেনদেন করা যাবে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়