News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৪, ২১ মে ২০২০
আপডেট: ০৪:৩০, ২৩ মে ২০২০

ঘরে যুবকের গলাকাটা লাশ, স্ত্রীসহ বাবা-মা আটক

ঘরে যুবকের গলাকাটা লাশ, স্ত্রীসহ বাবা-মা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শোয়ার ঘর থেকে জাহাঙ্গীর নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতবিার ( ২১) সকালে উপজেলার কচাকাটা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ বাবা-মাকে আটক করেছে করা হয়েছে।

নিহত জাহাঙ্গীর বলদয়িা ইউনিয়নের পশুরাম কুটি গ্রামের মোজাম্মলে হকের ছেলে।

বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলছেুর রহমান জানান, বুধবার (২০ মে) দিবাগত রাতে স্ত্রী শাপলা খাতুনসহ জাহাঙ্গীর তার ঘরে ঘুমাতে যান। পরে গভীর রাতে স্বামীর গোঙানির শব্দ পান শাপলা। এ সময় শাপলা তার শ্বশুর-শাশুড়িকে ডাকেন। ডাক শুনে তারা নিজেদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ পান। একইভাবে শাপলার ঘরের দরজাও বন্ধ ছিল। পরে শাপলা বিকল্প উপায়ে ঘর হতে বের হয়ে তার শ্বশুর-শাশুড়ির ঘরের দরজা খুলে দেন। তারা ঘরে ঢুকে জাহাঙ্গীরের গলাকাটা নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকালে কচাকাটা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাপলা খাতুনসহ জাহাঙ্গীরের বাবা-মাকে থানায় নিয়ে যায় পুলিশ।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার রহস্য জানা যাবে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়