News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৪, ১৯ মে ২০২০
আপডেট: ০৪:২৬, ২২ মে ২০২০

২৪ ঘণ্টায় মৃত্যু ২১ জনের, শনাক্ত ১২৫১

২৪ ঘণ্টায় মৃত্যু ২১ জনের, শনাক্ত ১২৫১

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২১ জন মারা গেছেন। তাদের মধ্যে ৯ জন ঢাকার ভেতরের ও ১২ জন ঢাকার বাইরের। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১২শ ৫১ জন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৮ হাজার ৪৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ২৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১২১ জনে।
২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭০ জনে।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৪০৮ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৩ জনে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়