News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৫, ২৭ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:১৯, ৩০ এপ্রিল ২০২০

রোহিঙ্গা শিবিরে হচ্ছে ১৯০০ শয্যার আইসোলেশন সেন্টার

রোহিঙ্গা শিবিরে হচ্ছে ১৯০০ শয্যার আইসোলেশন সেন্টার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থীদের জন্য শিবিরে ১ হাজার ৯০০ শয্যার ১১টি পৃথক আইসোলেশন সেন্টার হচ্ছে। এর মধ্যে ২৩৪ শয্যা সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। ঘনবসতির কারণে আইসোলেশন সেন্টারগুলো শিবিরের ভেতরে না করে বাইরেই তৈরি করা হচ্ছে।

সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কক্সবাজার কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী আবু তোহা এম আর ভূঁইয়া।

আবু তোহা এম আর ভূঁইয়া বলেন, আইসোলেশন ইউনিটগুলোতে সরাসরি ভেন্টিলেটরসুবিধা না থাকলেও অক্সিজেনসুবিধা থাকবে। ৩৪টি রোহিঙ্গা শরণার্থীশিবির এলাকায় আইসোলেশন ইউনিট করার ইচ্ছে থাকলেও শিবিরগুলো খুব ঘনবসতিপূর্ণ হওয়ায় তা সম্ভব হয়নি। শিবির থেকে অপেক্ষাকৃত বিচ্ছিন্ন এলাকায় এই আইসোলেশন ইউনিটগুলো গড়ে তোলা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়