News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫৩, ১৬ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৪, ৪ মে ২০২০

চশমার যত্ন

চশমার যত্ন

সৌন্দর্যের সংজ্ঞা ক্রমশ বদলাচ্ছে আধুনিক সময়ে। কয়েক বছর আগেও চশমা ট্রেন্ডি ছিল না এত। তবে চশমা এখন ফ্যাশনের একটা অংশ। হালকা ভারী সব পাওয়ারের চশমা পরেই এখন থাকতে পারেন কেতাদুরস্ত।  চশমা তো পরলেন, কিন্তু চশমার যথেষ্ট যত্ন নিচ্ছেন তো?
যা যা করবেন:
চশমা সব সময় খাপের মধ্যে রাখার চেষ্টা করুন। ঘুম থেকে ওঠার পর বা ব্যাগের মধ্যে কোথায় চশমার বাক্স রেখেছেন তা খুঁজে বের করতে অসুবিধে হয়? একটা ফ্লুরোসেন্ট মার্কার বা টেপের টুকরো লাগিয়ে রাখুন বাক্সের উপর। অন্ধকারের মধ্যেও তা জ্বলজ্বল করবে ও আপনার চোখে পড়বে।
প্রতিদিন অন্তত একবার চশমা পরিষ্কার করতেই হবে- এছাড়া কোনো রাস্তা নেই! হালকা গরম পানি ও নরম কোনও সাবান দিয়ে চশমা ধুয়ে নিন। পানি ঝরে গেলে চশমা মোছার জন্য যে নরম কাপড়টি দেয়া হয়েছে, তা দিয়ে লেন্স মুছে নিন। কড়া সাবান বা রুক্ষ কাপড়ে চশমার কাচ তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।
চশমা বাছাইয়ের সময় একটু বাড়তি যত্নশীল হতেই হবে। মনে রাখবেন, চশমাও কিন্তু আপনার লুকেরই অংশ, তাই ঠিক কেমন লাগছে সে ব্যাপারে নিশ্চিত হয়ে নেয়াই ভালো। রোজ ব্যবহারের চশমা শক্তপোক্ত হওয়াই বাঞ্ছনীয়। যদি মনে হয়, স্রেফ রিডিং গ্লাস হলেই কাজ চলে যাবে, তা হলেও কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তবেই নির্দিষ্ট পাওয়ারের চশমা নিন।
যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ, তাদের বাড়তি কয়েক সেট চশমা রাখা একান্ত আবশ্যক। অফিসের ব্যাগেও অবশ্যই স্পেয়ার চশমা রাখবেন।
যা যা করবেন না:
চশমা খুলে যেখানে সেখানে ফেলে রাখবেন না- আপনার ও অন্য কারও অ্যাক্সিডেন্ট হতে পারে।
চশমা তুলে মাথার উপর রাখবেন না- তা যতই স্টাইলিশ দেখাক না কেন! এমনটা কয়েকবার করলেই তা আলগা হতে আরম্ভ করবে, আপনি যথাযথ ভিশন পাবেন না। তার পর চুলের তেল কাচের গায়ে জমে জমে চশমার কাচ ক্রমশ ঝাপসা হতে আরম্ভ করবে।
রোদ-নিরোধক চশমা রাখাও প্রয়োজন। হুট করে রোদ্দুরে বেরিয়ে পড়বেন না, তাতে কিন্তু দৃষ্টিশক্তির বারোটা বাজবে তাড়াতাড়ি। ভালো একখানি সানগ্লাসে পাওয়ার করিয়ে রাখুন বাড়তি নিরাপত্তার জন্য।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়