News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৮, ১৫ মে ২০২০
আপডেট: ১১:৩৫, ১ ডিসেম্বর ২০২০

‘১ মিনিটের বাজার’ হতে পারে অবরূদ্ধতার একটি সম্ভাব্য বিকল্প

‘১ মিনিটের বাজার’ হতে পারে অবরূদ্ধতার একটি সম্ভাব্য বিকল্প

সম্প্রতি ২৪ পদাতিক ডিভিশনের অধীন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ব্যবস্থাপনায় চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদের দহলিজে '১ মিনিটের বাজার' নামে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। অবশ্য নামেই এটি বাজার। এখানে মূলত, বিনামূল্যে জনতাকে খাদ্যশস্য, শাকসবজি, মশলাপাতি, সাবান, মাস্ক ইত্যাদি দেয়া হচ্ছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ১ মিনিটের বাজারের এই ধারণা ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশিত। সেনাবাহিনী নিজস্ব ব্যবস্থাপনায় পাইকারি বাজার থেকে সংগৃহীত মুদী সামগ্রী ও মাঠ থেকে ন্যায্য মূল্যে সংগৃহীত মৌসুমি সবজি দিয়ে এই পসরা সাজিয়েছে। এই উদ্যোগ হয়তো সেনাবাহিনীর অন্যান্য ফরমেশনসমূহেও বিস্তৃতি লাভ করবে।

যদিও ১ মিনিটের বাজার নেহায়েত বিনামূল্যে খাদ্যসামগ্রী সরবরাহ করছে, তথাপি এই বন্দোবস্ত থেকে ফলপ্রসূ উপায়ে করোনাতঙ্কের মধ্যেও সাধারণ বাজারে বিকিকিনি স্বাভাবিক রাখার উপায় তালাশ করা সম্ভব। আমার মনে হয়েছে, সেনাবাহিনীর ১ মিনিটের বাজারের এই ধারণার মূলে কাজ করেছে লক ডাউনের বিকল্প তালাশের ভাবনা। এমনকি আমি লক ডাউনের কারণে সাপ্লাই চেইন ভেঙ্গে পড়া বা রসদ ঘাটতির সম্ভাবনার বিষয়ে যখনই জেনারেল ফজলুর রহমানের সাথে কথা বলেছি, তখনই স্যার সব বন্ধ রাখার বিপরীতে বিদ্যমান পরিস্থিতির নিরিখে একটি অভিযোজিত এবং দীর্ঘমেয়াদী সমাধান খোঁজার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। একদম ডে ওয়ান থেকেই তিনি এই মতে অটল ছিলেন।

চট্টগ্রামে সেনাবাহিনীর এই উদ্যোগ দীর্ঘমেয়াদে করোনাতঙ্কের মধ্যে তেমনই একটি অভিযোজিত বন্দোবস্তের দিকে দিকনির্দেশ করছে।

সেনাবাহিনীর কর্মধারায় সময় ব্যবস্থাপনা একটি অপরিহার্য অনুষঙ্গ। প্রতিটি টাস্কিংয়ে নামার আগে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড প্ল্যানিং এবং টাইমটেবল ঠিক করে রাখা সেনাবাহিনীর অপরিহার্য ফিৎরত।

এর নিরিখে সেনাবাহিনী ক্যালকুলেশন করে বের করেছে, করোনাতঙ্কের মতো বিশেষ অবস্থায় একজনের নিত্যপণ্যের সদাই করতে ষাট সেকেন্ড সময়ই যথেষ্ট হতে পারে।

এই মূলনীতিকে সামনে রেখে কাঁচাবাজার বা ধাপে ধাপে অন্যান্য খাতওয়ারী বাজার চালু করে মানুষের দৈনন্দিন জীবনে বিধিনিষেধের মধ্যেও কিভাবে সহজসাধন নিশ্চিত করা যায়, সেই উপায় এখন বের করতে হবে। চট্টগ্রামের ১ মিনিটের বাজার এক্ষেত্রে একটি বিরাট অচলায়তন শিথিলের রাস্তা খুলে দিলো।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়