১৬তম জাতীয় ক্রিকেট লিগ
তৃতীয় দিনেই খুলনার বড় জয়
ঢাকা: বিশ্বকাপ উন্মোদনায়ও থেমে নেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। ১৬তম জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিনে চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে জিতেছে খুলনা বিভাগ।
বুধবার বিকেএসপির তিন নম্বার গ্রাউন্ডে চট্টগ্রাম বিভাগকে ইনিংস ও ২৪ রানে হারিয়েছে রাজ্জাকের খুলনা। বোলিংয়ে চমক দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৮ রানে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৯০ রানে গুটিয়ে য়ায় চট্টগ্রাম বিভাগ।
জবাবে খুলনা তাদের প্রথম ইনিংসে জিয়াউর রহমানের সেঞ্চুরির ওপর ভর করে ৩৬৯ রান সংগ্রহ করে। জিয়া ১৩৪ বলে ১২২ রানের ইনিংস খেলেন সাত বাউন্ডারি ও দশটি ছক্কার মার রয়েছে।
ফলে তৃতীয় তিন ১৭৯ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমানের বোলিং তোপের মুখে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় চট্টগ্রামের ব্যাটসম্যনরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন তাসামুল হক। এছাড়া নাজিম উদ্দিন ২৮ ও শাফিউদ্দিন ২১ রান করে অপরাজিত থাকেন।
বল হাতে খুলনার পক্ষে মোস্তাফিজুর রহমান একাই নেন পাঁচটি উইকেট। এছাড়া জাতীয় দলের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক নেন তিনটি ও আল আমিন হোসেন নেন একটি উইকেট।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এসজে
নিউজবাংলাদেশ.কম