News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২২, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৫১, ১৮ জানুয়ারি ২০২০

জয়েই শেষ আটের প্রস্তুতি লঙ্কার

জয়েই শেষ আটের প্রস্তুতি লঙ্কার

ঢাকা: কুফা কাটাতে পারল না স্কটল্যান্ড। ক্রিকেটের সর্বোচ্চ আসরে এখনো জয়শূন্য আইসিসির সহযোগী দেশটি। বুধবার হোবার্টের বেলেরিভ ওভালে গেল বিশ্বকাপের রানার্সআপ শ্রীলঙ্কার কাছে ১৪৮ রানের বড় ব্যবধানে হেরেছে প্রেসটন মমসেনরা। অন্যদিকে জয়ের অভ্যাস নিয়েই নকআউট পর্বে যাচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথুস বাহিনী।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ম্যাচ বাদে বাকি চার খেলায় চার জয় নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে লঙ্কানরা। নিউজিল্যান্ডের পরেই তাদের অবস্থান। তিনে অস্ট্রেলিয়া, আর চারে বাংলাদেশ। দুই দলের ঝুঁলিতেই সমান ৭টি করে পয়েন্ট রয়েছে। তবে নেট রানরেটে এগিয়ে অসিরা। অবশ্য বাংলাদেশ-নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের পর এই দৃশ্যপটের বদল আসতে পারে।

ওয়ানডে ক্রিকেটে কুমার সাঙ্গাকারার টানা চতুর্থ সেঞ্চুরি (১২৪), তিলকারত্মে দিলশানের ১০৪ ও ম্যাথুসের ঝড়ো ৫১ রানে ভর করে টস জেতা শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৩ রান সংগ্রহ করে। জোস ডেভাই তিনটি উইকেট দখল করেন। বেরিংটন ও ইভান্স পেয়েছেন দুটি করে উইকেট।

এরপর ৩৬৪ রানের পাহাড় টপকাতে গিয়ে নুয়ান কুলাসেকারা, দুশ্মন্ত চামেরা ও লাসিথ মালিঙ্গার তোপে পড়ে ৪৩.১ ওভারে ২১৫ রানেই গুটিয়ে যায় স্কটিশরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ফ্রেডি কোলম্যান, ৬০ রান এসেছে দলীয় অধিনায়ক প্রেসটন মমসেনের ব্যাট থেকে।

৯৫ বলে ১২৪ রান ও উইকেটের পেছনে দুটি ক্যাচ নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কুমার সাঙ্গাকারা। যিনি এই ম্যাচের বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে রঙিন পোশাকের ক্রিকেটে টানা চার সেঞ্চুরির করার নজির গড়েন। যা বিশ্বকাপের ইতিহাসেও অনন্য একটি নজির। কেননা এর আগে ক্রিকেট যজ্ঞে টানা তিনটি সেঞ্চুরি ছিল সর্বোচ্চ।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়