News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৯, ১০ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২০

এক সঙ্গে অনেক রেকর্ড ধোনির

এক সঙ্গে অনেক রেকর্ড ধোনির

ঢাকা: আয়ারল্যান্ডকে হারানোর দিনে নতুন উচ্চতায় ভারতীয় ক্রিকেট। মঙ্গলবার হ্যামিল্টনে কয়েকটি কীর্তির মালিক হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে টপকে ক্রিকেট মহাযজ্ঞে ‘টিম ইন্ডিয়া’কে সবচেয়ে বেশি ম্যাচে জয়ে নেতৃত্ব দেয়ার কৃতিত্ব দেখালেন এমএসডি। সঙ্গে সঙ্গে টানা ম্যাচ জয়ে ছাড়িয়ে গেলেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির অনন্য নজিরকেও।

চলতি বিশ্বকাপের পাঁচসহ টানা নয়টি ম্যাচ জয়ের কৃতিত্ব দেখাল ভারত, যা দেশটির ক্রিকেট ইতিহাসে নতুন একটি রেকর্ড। অতীতে অবশ্য এই রেকর্ডের ভাগিদার হয়েছে ওয়েস্ট ইন্ডিজও। ক্রিকেটের প্রথম বিশ্বচ্যাম্পিয়নরা ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপে টানা নয় ম্যাচ জিতেছিল। ভারত আইরিশদের বিপক্ষে আট উইকেটের জয়ে সেই রেকর্ডটা মাড়ালো। আগে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত টানা আটটি ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছিল। ২০০৩ সালে। অবশ্য বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ২৫ জয়ের রেকর্ড আছে চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আইরিশ পরীক্ষার আগে বিশ্বকাপে ভারতকে ১১টি করে জয়ে নেতৃত্ব দিয়ে টেবিলে যৌথভাবে শীর্ষে ছিলেন কপিল দেব ও মহেন্দ্র ধোনি। ১৫ খেলায় ১১ জয়, আর চার হার। ধোনি ১৪ খেলায় ১২টি জয় নিয়ে পূর্বাপর সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন। উঠে এলেন শীর্ষে। ১০ জয় নিয়ে তৃতীয় স্থানে মোহাম্মদ আজহার উদ্দিন। আর চতুর্থ সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

প্রসঙ্গত, ভারতের টানা নয় জয় পর্ব ২০১১ সালের ২০ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হয়েছিল। এরপর অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়