রুবেলে কেনো গা জ্বলে বিদেশিদের?
ঢাকা: একজন খেলোয়াড়ের ব্যক্তিগত জীবন আর খেলোয়াড় জীবন পুরোপুরি আলাদা। মাঠের বাইরে একজন খেলোয়াড়ের ব্যক্তি জীবনে নানা বিতর্ক থাকতেই পারে। ফুটবল, ক্রিকেট কিংবা অন্যান্য খেলাধুলার ইতিহাস ঘাটলে এরকম ভুরি ভুরি নজির পাওয়া যাবে। তাই ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আজহারউদ্দিন, শেন ওয়ার্নের মতো অনেক কিংবদন্তির নামে ম্যাচ পাতানো ও নারীকেলেঙ্কারিসহ নানা বিতর্কের ইস্যু বিরল নয়।
হালের তারকাদের মধ্যে পাকিস্তানের সালমান বাট, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও আহমেদ শেহজাদদের নামে বিশ্ব মিডিয়ায় নানা নেতিবাচক শিরোনাম আছে। এই তালিকায় পিছিয়ে নেই ভারতীয় ক্রিকেটাররাও। দেশটির হালের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি থেকে শুরু করে হরভজন সিংরাও বিভিন্ন সময় বিতর্কের জন্ম দিয়েছেন। কিন্তু তাদের ক্রিকেটার সত্তা ছাপিয়ে কখনোই ব্যক্তি জীবনকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়নি। যতোটা বাংলাদেশের রুবেল হোসেনকে নিয়ে করা হচ্ছে।
সোমবার অ্যাডিলেড ওভালে টাইগারদের হাতে ইংল্যান্ড-বধের পর প্রতিবেশী ভারত ও পাকিস্তানে নানাভাবে নেতিবাচক করে উপস্থাপন করা হচ্ছে এই ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর রুবেল হোসেনকে।
পাকি ওপেনার নাসির জামশেদের বিতর্কিত মন্তব্য যখন গোটা বাংলাদেশকে আলোড়িত করছে ঠিক সে সময় ওপার বাংলার দুই অনলাইন ম্যাগাজিন ২৪ঘণ্টা ডটকম ও কলকাতা২৪ যেন রুবেলকে ধর্ষক হিসেবে উপস্থিত করতে উঠেপড়ে লেগেছে।
এমনি এক প্রতিবেদনে পশ্চিবঙ্গের ২৪ঘণ্টা ডটমক শিরোনাম দিয়েছে, “ঐতিহাসিক শতরান আর জামিনে মুক্ত পেসারের কাঁধে ভর করে ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটে বাংলাদেশ।” মূল নিউজে বাংলাদেশকে নিয়ে প্রশংসাবাক্য থাকলেও এই আপত্তিকর শিরোনাম তার সবটুকুই কালিমায় ঢেকে দিয়েছে। কলকাতা টোয়েন্টিফোরও তাদের প্রতিবেদনে রুবেল হোসেনকে ধর্ষক হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এফকে/একে/এমএম
নিউজবাংলাদেশ.কম