News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৫:০৮, ১৮ জানুয়ারি ২০২০

ব্রিটিশ মিডিয়ায় বাংলাদেশের জয়

ব্রিটিশ মিডিয়ায় বাংলাদেশের জয়

ঢাকা: অ্যাডিলেড ওভালে রুবেল হোসেনের ১৪৫ কিলোমিটার বেগের ইয়র্কার জেমস অ্যান্ডারসনের স্টাম্প ভাঙতেই নতুন ইতিহাস বাংলাদেশের। প্রথমবারের মতো নতুন আঙ্গিকে সাজানো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাশরাফি মুর্তজা বাহিনী।

অন্যদিকে লজ্জার গহ্বরে ইংল্যান্ড। আরো একবার ক্রিকেটের সর্বোচ্চ আসরের প্রথম পর্ব থেকেই বিদায় নাক উঁচু ইংলিশদের। ১৯৯২ সালে বিশ্বকাপ ফাইনাল খেলার পর তৃতীয় বারের মতো। ফলে এই হার স্বভাবতই ক্ষুব্ধ করেছে ইংল্যান্ডের মানুষ জনকে। অর্ন্তজালের প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়েছে বিষয়টি। এমনকি ইয়ন মরগান ও পিটার মুরস যুগলবন্দিকে ছেড়ে কথা বলেনি দেশটির গণমাধ্যমও।

দ্য টেলিগ্রাফ লিখেছে, “ইংল্যান্ড শিবিরে অবশ্যই পরিবর্তন দরকার। পিটার মুরস ও জেমস হোয়াইটেকারকে অবশ্যই যেতে হবে।” দ্য মিরর লিখেছে, “সর্বকালের জঘন্য পারফরম্যান্সে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশের কাছে হেরেছে ১৫ রানের ব্যবধানে।” গার্ডিয়ান লিখেছে, “বিশ্বকাপে ইংল্যান্ডের লজ্জা।”

সমালোচনা থেকে নিজেদের সরিয়ে রাখেনি ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল ও দ্য ইন্ডিপেন্ডেন্টও। মেইল লিখেছে, “২০১৫ ক্রিকেট বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায়। চলতি আসরে চতুর্থ পরাজয়ে টুর্নামেন্ট থেকে তাড়াতাড়ি বিদায় নিতে হচ্ছে মরগান বাহিনীকে। মেইল লিখেছে, “হাস্যস্পদ হওয়া থেকে ইংল্যান্ডের নিষ্কৃতি লাভ। বাংলাদেশের কাছে হেরে চূড়ান্ত অবমাননা। আর বিশ্বকাপ থেকে বিদায়।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়