News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৯, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৫:০৮, ১৮ জানুয়ারি ২০২০

ধাওয়ানের সেঞ্চুরিতে পাঁচে পাঁচ ভারতের

ধাওয়ানের সেঞ্চুরিতে পাঁচে পাঁচ ভারতের

ঢাকা: ইতিহাসের হাতছানিতে সাড়া দিতে পারল না আয়ারল্যান্ড। মঙ্গলবার হ্যামিল্টনের সেডন পার্কে কোনো অঘটন ঘটেনি। এদিন বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় আইরিশ পরীক্ষায় টানা পঞ্চম জয় তুলে নিয়েছে দুর্বার গতিতে ছুটতে থাকা ভারত। তাও ইনিংসের ৭৯ বল বাকি থাকতে। আট উইকেটের বিশাল ব্যবধানে।

এদিন টস জেতা আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৯ রান জমায়। সেডন পার্কে ২৬০ রানের এই টার্গেটাকে মামুলি বানিয়ে ছাড়েন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ক্রিকেটের সর্বোচ্চ আসরে আরো একটি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বড় জয় উপহার দিতে মুল কুশিলবের ভূমিকায় অবতীর্ণ হন দিল্লির ওপেনার।

লক্ষ্য তাড়ায় ভারতের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের রেকর্ড ১৭৪ রানের পার্টনারশিপে বিশাল জয়ের ভিত্তি পায় এমএসডি বাহিনী। রোহিত শর্মা (৬৪) ইনিংসের ২৪তম ওভারের দ্বিতীয় বলে স্টুয়ার্ট থম্পসনের শিকার হওয়ার আগে দারুণ একটা রেকর্ড হয়ে যায় ধাওয়ান ও তার।

বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে শচীন টেন্ডুলকার ও অজয় জাদেজার ১৬৩ রানের পুরনো নজির ভেঙে নতুন কীর্তি গড়া। ১৯৯৬ সালে কেনিয়ার বিপক্ষে ওই রেকর্ড গড়েছিলেন ব্যাটিং মায়েস্ত্রা ও জাদেজা। ১৯ বছর পর তা চূর্ণ করলেন এক মুম্বাই ব্যাটার ও আরেক দিল্লিওয়ালা। রোহিতের ৬৪ পর দারুণ খেলতে থাকা ধাওয়ান ৮৫ বলে ১০০ রান করে আউট হন। রোহিত আউট হওয়ার পাঁচ ওভার বাদে।২৭.৪ ওভারে।

এরপর ভারতের জয়ের জন্য বাকি আনুষ্ঠানিকতাটুকু সারেন আজিঙ্কা রাহানে ও বিরাট কোহলি। কোহলি অপরাজিত ৪৪ আর রাহানে অপরাজিত ৩৩ রান করে ভারতকে আট উইকেটের বিশাল জয় উপহার দেন। ৩৬.৫ ওভারে। আয়ারল্যান্ডের পক্ষে দুটি উইকেটই নেন থম্পসন।

ধাওয়ানের ছায়ায় ঢাকা পড়লেও ভালো বোলিং করার ধারাবাহিকতা বজায় রেখেছেন ভারতীয় পেস অ্যাটাকের নেতা মোহাম্মদ সামি। এদিন তিন উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেন পশ্চিমবঙ্গের পেসার। যদিও শুরুটা ভালোই হয়েছিল আইরিশদের। উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টারলিংয়ের উদ্বোধনী জুটিতে ১৫ ওভারে ৮৯ রান তুলেছিল আইসিসির সহযোগী দেশটি।

কিন্তু রবিচন্দন অশ্বিন, মোহিত শর্মারা সেই প্রতিরোধ ভাঙলে আয়ারল্যান্ড আর কখনোই রানের চাকাকে খুব বেশি গতি দিতে পারেনি। দলটির পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন নেইল ও’ব্রায়েন। ৬৭ রান এসেছে ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ডের ব্যাট থেকে। ৪২ রান করেন পল স্টারলিং। ৪১ রানে তিন উইকেট পেয়েছেন সামি। দুটি উইকেট গেছে অশ্বিনের দখলে। একটি করে শিকার উমেশ যাদব, মোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও সুরেশ রায়না।

এই জয়ের পর ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আরো সুসংহত ভারত। গ্রুপ পর্বের প্রথম পাঁচ ম্যাচই জিতল তারা। আর ঝুঁলিতে পুরলো পুরো ১০ পয়েন্ট। টেবিলের দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, তৃতীয় স্থানে পাকিস্তান। চারে আয়ারল্যান্ড, পাঁচে ওয়েস্ট ইন্ডিজ, ছয়ে জিম্বাবুয়ে ও সাত নম্বরে সংযুক্ত আরব আমিরাত।

নিউজবাংলাদেশ.কম/এফকে  

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়