News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৬, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৬:০০, ৯ ফেব্রুয়ারি ২০২০

ভারতকে ২৬০ রানের টার্গেট আয়্যারল্যান্ডের

ভারতকে ২৬০ রানের টার্গেট আয়্যারল্যান্ডের

ঢাকা: চলতি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ২৬০ রানের টার্গেট দিয়েছে বিশ্বকাপে চমক জাগানো দল আয়ারল্যান্ড। মঙ্গলবার হ্যামিল্টনে টসে জিতে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই ২৫৯ রানে অলআউট হয় তারা।

টস জিতে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ব্যাট করার সিদ্ধান্ত নেন। আইরিশদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন উইলিয়ামস পোর্টারফিল্ড এবং পল স্টার্লিং। শুরুতেই তারা শক্ত জুটি গড়েন। ১৫ ওভার শেষে দলীয় ৮৯ রানের  মাথায় স্টার্লিংকে হারায় তারা।

তবে ওপেনার পোর্টারফিল্ড সাজঘরে ফেরার আগে করেন ৬৭ রান। এছাড়া দলটির পক্ষে সর্বোচ্চা ৭৫ রান সংগ্রহ করেন নেইল ও ব্রাইন। বাকিদের মধ্যে বালবিরনি ২৪ রান করেন। শেষ পযর্ন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় দশ উইকেটে ২৫৯ রান। ভারতের পক্ষে সামি একাই তিনটি উইকেট শিকার করেন। এছাড়া স্পিনার অশ্বিন নেন দুটি উইকেট।

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারায় আয়ারল্যান্ড। ৪ ম্যাচ খেলে আইরিশদের জয় ৩টিতে। অন্যদিকে বিশ্বকাপে অপরাজিত থাকা ভারত ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এর আগে ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে আয়ারল্যান্ড। ২০০৭ সালে বেলফাস্টে ৯ উইকেটে ও ২০১১ বিশ্বকাপে ব্যাঙ্গালোরে ৫ উইকেটে পরাজিত হয় তারা।

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা ও উমেশ যাদব।

আয়ারল্যান্ড দল: উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, এড জয়েস, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবারনি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, স্টুয়ার্ট থম্পসন, অ্যালেক্স কুসাক ও জর্জ ডকরেল।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়