টসে জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড
ঢাকা: চলতি বিশ্বকাপে পুল ‘বি’র ম্যাচে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং ২০১৫ বিশ্বকাপে চমক জাগানো দল আয়ারল্যান্ড।
টস জিতে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ব্যাট করার সিদ্ধান্ত নেন।
আইরিশদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন উইলিয়ামস পোর্টারফিল্ড এবং পল স্টার্লিং।
শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১৫ ওভার শেষে ১ উইকেটে ৮৯ রান।
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারায় আয়ারল্যান্ড। ৪ ম্যাচ খেলে আইরিশদের জয় ৩টিতে। অন্যদিকে বিশ্বকাপে অপরাজিত থাকা ভারত ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
এর আগে ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে আয়ারল্যান্ড। ২০০৭ সালে বেলফাস্টে ৯ উইকেটে ও ২০১১ বিশ্বকাপে ব্যাঙ্গালোরে ভারতের বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হয়।
ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা ও উমেশ যাদব।
আয়ারল্যান্ড দল: উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, এড জয়েস, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবারনি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, স্টুয়ার্ট থম্পসন, অ্যালেক্স কুসাক ও জর্জ ডকরেল।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম