রুবেলকে নিয়ে পাকি ক্রিকেটারের কটুক্তি
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিজয়কে খাটো করতে ভদ্রলোকের খেলা ক্রিকেটের সর্বজন স্বীকৃত শিষ্ঠাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার নাসির জামসেদ। এই পাকি ক্রিকেটার বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে খাটো করতে জয়ের নায়ক রুবেল সম্পর্কে কটুক্তি করে টুইট করেছেন।
নাসির জামসেদের মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নাসির এমন একটি বিষয় নিয়ে রুবেলকে আক্রমণ করেছেন, যা আদালতে বিচারাধীন।
বাংলাদেশ দলের পেসার রুবেলকে নারী নির্যাতনকারী, খণ্ডকালীন ক্রিকেটার ও পুরো মাত্রায় ক্রিমিনাল বলে কটুক্তি করেন নাসির। অনেকেই প্রশ্ন তোলেন যে, বিনা কারণে একটি দেশের জাতীয় দলের কোনো ক্রিকেটারকে অন্য আরেক ক্রিকেটারের এমন অভব্য ভাষায় আক্রমণ করার নজির ক্রিকেট ইতিহাসে আছে কি না।
প্রসঙ্গত, জাতীয় দলের পেসার রুবেলের সঙ্গে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সম্পর্কের টানাপোড়েন ইতিপূর্বে থানা-পুলিশ, আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তীতে বিসয়টি আইনি লড়াইয়ে গড়ায়। এর জের ধরে একটা সময়ে রুবেলের বিশ্বকাপ খেলাও অনিশ্চিত হয়ে যায়। সামাজিক যোগাযোগের মাধ্যম ও গণমাধ্যমে তরুণ এই ক্রিকেটার ও নবাগত ওই নায়িকার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি হয়ে ওঠে অন্যতম আলোচিত বিষয়।
তবে, শেষ পর্যন্ত আদালত থেকে জামনি পেয়ে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পান রুবেল। সর্বশেষ, সোমবার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিজয়ে পেসার রুবেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ঘটনায় নিউজবাংলাদেশ.কমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হ্যাপি নিজেই রুবেলসহ বাংলাদেশদলকে অভিনন্দনও জানিয়েছেন।
উল্লেখ্য, ভৌগোলিক-ঐতিহাসিক কারণেই উপমহাদেশের ক্রিকেটীয় আবেগের সঙ্গে জড়িয়ে থাকে রাজনৈতিক জয়-পরাজয়ের গ্লানি। বলা হয়ে থাকে এ অঞ্চলের জনগণ ক্রিকেটকে খেলার চাইতে জাতীয় আত্মপরিচয় ও অহংকারের নিক্তিতেই নিয়ে থাকেন। আর তাই বাংলাদেশ-পাকিস্তান প্রসঙ্গ আসলেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়টিও আলোচনায় এসে পড়ে। আবেগের মাত্রা লোপ পেয়ে দর্শকদের শিষ্ঠাচার বহির্ভূত মন্তব্যকে এড়িয়ে যাওয়া যেতেই পারে। কিন্তু, একজন পেশাদার ক্রিকেটারের ক্ষেত্রে এই মাত্রাহীনতা ভয়াবহ নৈতিক স্খলন হিসাবেই চিহ্নিত হয়ে থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসজে/একে
নিউজবাংলাদেশ.কম