News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৫, ৯ মার্চ ২০১৫
আপডেট: ০৬:১৪, ৭ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশকে ওয়ার্ন-পিটারসেনের অভিনন্দন

বাংলাদেশকে ওয়ার্ন-পিটারসেনের অভিনন্দন

ঢাকা: বাংলাদেশ ম্যাচের অংশীদার হওয়ার কথা ছিলও তারও। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের জেরে বিশ্বকাপে আসা হয়নি তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনের। তবে সতীর্থদের থেকে কখনোই খুব বেশি দূরে ছিলেন না তিনি। মাঠে থাকতে না পারলেও প্রতিনিয়ত ইংল্যান্ডের খেলার খবর রেখেছেন। দলের জয়-পরাজয়ে সুখ-দুঃখের আবেগের স্রোতে ভেসেছেন।

সোমবার অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে বাঁচন-মরণ ম্যাচে ১৫ রানে হেরে বিদায় হয়েছে তার দলের তাতে ব্যথিত কেপি। তবে সেই সাথে কৃতিত্বের জন্য বাংলাদেশকেও পিঠ চাপড়ে দিয়েছেন পিটারসেন।

টাইগারদের বিপক্ষে হারের পর মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় পিটারসেন লেখেন, “এটা বিশ্বাসই করতে পারছি না! অবিশ্বাস্য! তবে বাংলাদেশকে অবশ্যই বাহবা দিতে হবে। এটা তাদের প্রাপ্য।”

এছাড়াও শেন ওয়ার্ন টুইটারে লেখেন, “বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। অ্যাডিলেডে দারুণ মনোমুগ্ধকর দৃশ্য। কী দারুণ এক বিশ্বকাপ।”

অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেট দলের তারকা মিশেল স্টার্ক লেখেন, “সাবাশ বাংলাদেশ।”

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বোলিং পরামর্শক ও সাবেক পাক ক্রিকেটার সাকলাইন মুশতাক বলেন, “এই ফলাফলের জন্য বিসিবি টাইগারকে ধন্যবাদ।”

আজহার মাহমুদ এক ক্ষুদে বার্তায় লিখেন, “দারুণ খেলেছে বাংলাদেশ। টিম পারফরম্যান্স দেখিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম সুন্দর ব্যাটিং করেছে। আর রুবেল হোসেন দেখিয়েছে কীভাবে ডেথ ওভারে বোলিং করতে হয়।”

নিউজবাংলাদেশ.কম/এফকে/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়