ম্যাচ সেরা মাহমুদউল্লাহ
ঢাকা: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ স্বপ্ন পূরণ করলো টাইগাররা। ক্রিকেট বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার ইংলিশদের কাঁদিয়ে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ টিম।
প্রায় ১০ বছর পর বাংলাদেশ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠায় আনন্দে ভাসছে দেশের মানুষ। ইতিমধ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলকে অভিন্দন জানিয়েছেন।
খেলায় বাংলাদেশের কাছে ১৫ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ইংলিশদের ।
টসে হেরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লা রিয়াদের অসাধারণ সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ দল। ১৩৮ বল খেলে ১০৩ রানের ঝলমলে ইনিংস খেলে রান আউট হয়ে সাঁজঘরে ফেরেন তিনি। তার ইনিংসে ৭টি বাউন্ডারি ও দুটি ছক্কার মার রয়েছে। রিয়াদ ছাড়াও তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকার ৪০ ও বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ৮৯ রানের কৃতিত্ব দেখিয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ২৭৬ রানের লক্ষ নিয়ে ব্যাট করতে নেমে টাইগার পেসার রুবেলের বোলিং তোপে ৪৮.৩ ওভারে ২৬০ রানে অল আউট হয়েছেন ইংলিশরা।
জাতীয় দলের পেসার রুবেল একাই শিকার করেছেন ৪ উইকেট । এছাড়া মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম