ইংলিশদের কাঁদিয়ে টাইগারদের স্বপ্ন পূরণ
ঢাকা: ইংলিশদের কাঁদিয়ে বিশ্বকাপে স্বপ্ন পূরণ করলো টাইগাররা। দশবছর পর দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠলো টিম বাংলাদেশ। এবার দিয়ে আইসিসির ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ পঞ্চমবার অংশ নিয়েছে।
সোমবারের ম্যাচে এই জয়ের ফলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে শেষ আটে উঠলো টাইগাররা। আর বাংলাদেশের কাছে ১৫ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংলিশরা।
এর আগে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ২৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে টাইগার পেসার রুবেলের বোলিং তোপে ৪৮.৩ ওভারে ২৬০ রানে অলআউট হয় ইংলিশরা। জাতীয় দলের পেসার রুবেল একাই চার উইকেট শিকার করেছেন। আর দেশের হয়ে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির ইতিহাস গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বিশ্বকাপের ‘এ’ গ্রুপ থেকে দশ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সমান খেলায় সাত পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আর ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসাবে বিশ্বকাপের শেষ আটে উঠেছে শ্রীলংকা।
বিশ্বকাপে ‘এ’ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইংল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম