ফিক্সিং রুখতে অভিনব ফতোয়া ভারতের
ঢাকা: ক্রিকেটে ম্যাচ গড়াপেটা ও দুর্নীতি ঠেকাতে অভিনব ব্যবস্থার গ্রহণের চিন্তা-ভাবনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এজন্য দর্শকরা ক্রিকেট খেলার প্রাণ হলেও তাদের থেকে আলাদা করা হচ্ছে ক্রিকেটারদের। অন্তত ভারতের মাটিতে। উপমহাদেশের দেশটিতে ম্যাচ চলাকালে ভক্তদের অটোগ্রাফ দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে ক্রিকেটের সবচেয়ে প্রতাপশালী ও ধনাঢ্য বোর্ডটি।
সাম্প্রতিক বিভিন্ন অনুসন্ধানের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তা ব্যক্তিদের অভিমত, মূলত ছদ্দবেশী ভক্তদের অটোগ্রাফ দেয়ার মাধ্যমেই অনেক সময় ম্যাচের বিভিন্ন তথ্য বুকি ও ফিক্সারদের কাছে পৌঁছে। সেজন্য এই বিষয়টিতে নিয়ন্ত্রণ আরোপে একমত বিসিসিআই।
কেএস মাধব নামক বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা ক্রিকেটারদের জানিয়েছি আমাদের তত্ত্বাধায়নে ভারতে আয়োজিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ও অন্যান্য আন্তর্জাতিক ম্যাচে ভক্তদের যেন অটোগ্রাফ দেয়া না হয়। কেননা এর মাধ্যমেই বুকিদের নিকট ম্যাচের তথ্য অনেক সময় পাচার হয়ে যেত।’
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম