ফেসবুকে মাশরাফির ভক্ত দশ লাখ ছাড়িয়েছে
ঢাকা: ক্রিকেট মাঠের বাইরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পিছিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। ইতিমধ্যে ফেসবুকে তার ভক্তদের সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবার পরে ফেসবুক পেজ খুলেও দ্রতই ভক্তদের সংখ্য বাড়িয়ে চলেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ফেসবুকে বন্ধুর সংখ্যা ৫১ লাখের বেশি।
দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তার ভক্ত সংখ্য প্রায় চৌত্রিশ লাখ।
তৃতীয় স্থানে আছেন জাতীয় দলের আর এক অলরাউন্ডার নাসির হোসেন। তার ভক্ত সংখ্যা ২৪ লাখ ৭৫ হাজার
তামিম ইকবালের ফেসবুক ভক্তের সংখ্যা ১১ লাখ।
সোমবার ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপ ম্যাচের সময় মাশরাফির ভক্তরা তার ফ্যান পেজে উৎসাহ দিয়ে অনেক মন্তব্য করেছেন।
এক ভক্ত লিখেছেন- ১৬ কোটি দেশীয় ফ্যান! সাথে আছে ১ মিলিয়ন দেশি-বিদেশি ফ্যান!! অবশ্য সকলেরই ভালোবাসা কিন্তু তোমার তরে। এক মিলিয়ন ফ্যান এর দুই মিলিয়ন হাত। আর এই দুই মিলিয়ন হাতের একটাই প্রার্থনা ম্যাশ ভাই যেন আজীবন ক্রিকেট খেলতে পারেন ।
আরেকজন লিখেছেন- কখনো অধিনায়ক, কখনো দলের সিনিয়র খেলুয়ার,,,, অথবা দলের কোচ হয়ে। সে আমার সবচাইতে পছন্দের একজন...|| আপনাদের....?
অন্য এক ভক্ত লিখেছেন- কোনদিন যদি মাশরাফি ভাইয়ের সাথে মোবাইলে কথা বলার সুযোগ হত!
মাশরাফি তুমি আগিয়ে চল বাংলাদেশ আছে তোমার সাথে...
নিউজবাংলাদেশ.কম/এসএস
নিউজবাংলাদেশ.কম