সামিদের দেখে বিস্মিত সৌরভ গাঙ্গুলি
ঢাকা: গেল ডিসেম্বর-জানুয়ারিতে অসিদের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে প্রতিশ্রুতি দেখাতে পারেনি ভারতীয় বোলাররা। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও নখদন্তহীন লেগেছে ভারতীয় বোলিং ব্রিগেডকে। কিন্তু বিশ্বকাপ শুরু হতে না হতেই মুহূর্তেই কেমন বদলে গেল মোহাম্মদ সামি-রবিচন্দন অশ্বিনরা। আমূল এই পরিবর্তন দেখে বিস্মিত সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সিটি সেন্টারে এক সাক্ষাৎকারে ‘প্রিন্স অব ক্যালকাটা’ বলেন, ‘সত্যি কথা বলতে বিশ্বকাপে ভারতীয় পেসারদের পারফরম্যান্স দেখে বিস্মিত হয়েছি আমি। আমারা এ রকমটি প্রত্যাশাও করতে পারিনি।’ মোহাম্মদ সামি, মোহিত শর্মা ও উমেশ যাদব- আলাদাভাবে প্রত্যেকেরই প্রশংসা করেছেন সৌরভ। তিনি করেন, ‘ভারতীয় বোলাররা সবার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। সামি দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে। উমেশ যাদব গতি দিয়ে প্রতিপক্ষকে হতবম্ব করতে চেয়েছে। আর মোহিতও প্রত্যেক ম্যাচে উন্নতির ছাপ দেখিয়েছে। যা ভারতকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে।’
চলতি বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতেছে মহেন্দ্র ধোনির ভারত। এর আগে ২০০৩ সালের বিশ্বকাপে গাঙ্গুলির ভারত টানা আট ম্যাচ জিতে ফাইনালে নাম লিখিয়েছিল। ফলে এই দুই দলের মধ্যে তুলনার একটা বিষয় চলে আসছে। কোন দলটি বেশি ভালো। সরাসরি সেই পথে হাঁটতে নারাজ গাঙ্গুলি। সাবেক ভারত অধিনায়ক বলেন, “তারা যেভাবে খেলছে তাতে বিশ্বকাপ জিতলে অবাক হব না আমি। কিন্তু তাই বলে আপনি দুটি প্রজন্মের মধ্যে তুলনা টানতে পারেন না।’
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম