৮ রানেই ইমরুল-তামিমের বিদায়
ঢাকা: বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংলিশদের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। এরপর অ্যান্ডারসনের দ্বিতীয় ওভারে ওপেনার তামিম ইকবালও স্লিপে ক্যাচ দিয়ে আউট হন।
বাংলাদেশের দলীয় রান তখন ২.১ ওভারে দুই উইকেট হারিয়ে ৮ রান। ইংল্যান্ডের বিপক্ষে দলের প্রত্যাশা পূরণ করতে পারেনি জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল। মাত্র ২ রান করেই অ্যান্ডারসনের বলে ক্রিস জর্ডানের হাতে ক্যাচ আউট হন তিনি। এরপর তামিম ইকবালও মাত্র ২ রান করে একই ভাবে আউট হয়েছেন।
জাতীয় দলের তরুণ ওপেনার এনামুল হক বিজয়ের পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পান তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়ার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন বিজয়। এর আগে ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংলিশদের দুই উইকেটে হারিয়েছিল টাইগাররা। ঘরের মাঠে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সে করেছিলেন ইমরুল।
দুই দলের মোট ১৫ বার দেখা হয়েছে, এর মধ্যে বাংলাদেশের জয় দুই ম্যাচে। ইংলিশরা বাকি সবগুলো ম্যাচে জয় পেয়েছে। তবে আশার কথা, টাইগাররা জয় দু’টি পেয়েছে শেষ তিন বারের দেখায়।
এর আগে বিশ্বকাপের ৩৩তম ম্যাচে অ্যাডিলেড ওভালে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম