News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৮, ৮ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৪৯, ১৭ জানুয়ারি ২০২০

বিগ ম্যাচে শ্রীলংকার ৬৪ রানের হার

বিগ ম্যাচে শ্রীলংকার ৬৪ রানের হার

ঢাকা: আইসিসির ক্রিকেট বিশ্বকাপের বিগ ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

রোববার সিডনিতে তারা শ্রীলংকাকে ৬৪ রানে হারায়। বিশ্বের অন্যতম আরেক ক্রিকেট পরাশক্তি শ্রীলংকাকে হারিয়ে ‘এ’ গ্রুপে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্বাগতিকরা। ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

জমজমাট ক্রিকেট লড়াইয়ে টস জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। আইসিসির ক্রিকেট বিশ্বকাপে ৩২তম ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ৭৩ বলে ১০২ রানের ঝড়ো ইনিংস খেলেন।

এছাড়া স্বাগতিকদের পক্ষে দলের পক্ষে স্মিথ ৭২ মাইকেল ক্লার্ক ৬৮ রান করে সাজঘরে ফেরেন। এ কয়েকজন ছাড়া অস্ট্রেলিয়ার পক্ষে আর কেউ তেমন সুবিধা করতে পারেননি।

পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলংকা। জনসনের বলে ওপেনার থিরিমান্নে মাত্র ১ রান করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর ওপেনার দিলশানের সঙ্গে ওয়ানডাউনে কুমার সাঙ্গাকারা ১৩০ রানের জুটি গড়েন। দিলশান ৬০ বলে ৬২ রান করে আউট হলেও সাঙ্গাকারা সেঞ্চুরি হাঁকান।

বিশ্বকাপে টানা তিন সেঞ্চুরি হাকিয়ে বিশ্বরেকর্ড গড়েন লঙ্কান এ ব্যাটসম্যান। দলীয় ৩৩.৫ ওভারের মাথায় কুমার সাঙ্গাকারা ফুকরানের বলে ফিঞ্চের হাতে ক্যাচ আউট হন। শ্রীলঙ্কার সংগ্রহ তখন চারে উইকেট হারিয়ে ২০১ রান। এরপর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনের চান্দিমাল দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন।

কিন্তু ম্যাথুস ব্যাক্তিগত ৩৫ ও দিলশান ৫২ রান করে আউট হলে আর বেশিদুর এগুতে পারেনি লঙ্কানরা। শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে ৩১২ রানে অলআউট হয় তারা। অস্ট্রেলিয়ার পক্ষে ফুকনার সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া স্টার্ক ও জনসন দুটি করে উইকেট নেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়