আদুরিজের হেডে রিয়ালের সর্বনাশ
ঢাকা: আবারো গোলহীন বিবিসি, আবারো সর্বনাশ রিয়াল মাদ্রিদের।
অ্যাথলেটিক বিলবাওয়ের হোম ভেন্যু সান ম্যামেসে গিয়ে প্রতিপক্ষের জালে একটা শটও নিতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো, একটা গোলও আদায় করতে পারল না রিয়াল মাদ্রিদও। করিম বেনজেমার বিবর্ণ পারফরম্যান্সের দিনে বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরেছে মাদ্রিদের অধিপতিরা। স্প্যানিশ স্ট্রাইকার আরিটজ আদুরিজের ২৬ মিনিটের হেডারে অ্যাওয়ে ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গ্যারেথ বেলদের।
শনিবারের এই হারের পর ২৬ রাউন্ড শেষে পঞ্চম হার দেখেছে রিয়াল। অবশ্য এখনো লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে কার্লো আনচেলাত্তির শিষ্যরা। কিন্তু রোববার বার্সেলোনা যদি তাদের খেলায় জয় তুলে নেয় তাহলে শীর্ষস্থান হারাতে হবে ইকার ক্যাসিয়াস বাহিনীকে। রিয়ালের থেকে একটি ম্যাচ কম খেলে ঝুঁলিতে ৫৯ পয়েন্ট লিওনেল মেসি ও নেইমারের ক্লাবের।
সান ম্যামেসে শুরুটা অবশ্য ভালোই হয়েছিল রিয়ালের। ম্যাচের প্রথম আক্রমণ শানান তারাই। গ্যারেথ বেল দারুণ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিলেন। কিন্তু করিম বেনজেমা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। যে কারণে হারের ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। যা বার্সার শিরোপা জয়ের পথ আরো বেশি উন্মুক্ত করে দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম