আবার ৯২ দেখছেন ওয়াকার
ঢাকা: ২০১৫ বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে বিবর্ণ পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট দলের দিকে চারদিক থেকে সমালোচনা ধেয়ে আসছিল। প্রথম রাউন্ড থেকে বিদায়ের সম্ভাবনাও জোরালো হয়ে উঠছিল সেসময়। তবে টানা দিন জয়ে গুমোট সেই পরিস্থিতিটা অনেকটাই বদলে গেছে। সেটা এতোটাই যে এখন মিসবাহ উল হকের নেতৃত্বাধীন পাকিস্তানের মধ্যে ১৯৯২ সালের ছায়া দেখতে পাচ্ছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনিস। অবশ্য পরের রাউন্ড যেতে যে এখনো অনেক কাঠখড় পোড়াতে হবে সেটাও স্বীকার করেছেন ‘টু ডব্লিউ’য়ের অন্যতম এই পেসার।
এর আগেরবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে এবারের মতোই শুরুটা খুবই বাজে হয়েছিল ইমরান খান নেতৃত্বাধীন তারার একাদশের। নিজেদের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরে গিয়েছিল তারা। বিদায়ের জোর সম্ভাবনা দেখা দিয়েছিল। এরপর বৃষ্টি আর্শিবাদে পরের রাউন্ডের টিকিট পেয়ে সেবার ট্রফিটাই জিতে নেয় ‘দ্য আনপ্রেডিক্টেবল’রা। এবারও একই চিত্রলিপিতে এগুচ্ছে দলটি। ভারতের বিপক্ষে বড় লজ্জা পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ১৫০ রানের হারের লজ্জা পেতে হয় তাদের। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর টানা তিন জয় তুলে নিয়েছে পাকরা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ২৯ রানের জয়ও আছে। শনিবার এবি ডি ভিলিয়ার্সের দলকে হারায় পাকিস্তান।
এই বিষয়টি যেন হৃদয় ছুঁয়ে গেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের। অকল্যান্ডের জয়ের পর ওয়াকার ইউনিস বলেন, “আশা করছি আবার ১৯৯২ সালের মতো ঘুরে দাঁড়াবে পাকিস্তান। যদিও এটা খুবই কঠিন। আসলে বিশ্বকাপের মতো আসরে সবসময় অনেক চাপ থাকে। কিন্তু ৯২ সালে ইমরান খানের দল সেই চাপ দারুণভাবে সামলে নিয়েছিল। প্রথমে খারাপভাবে হারার পর দারুণ শক্তি নিয়ে ফিরে এসেছিল। আসেল সেই দলটির নিজেদের ওপর অনেক আস্থা ছিল। ইমরান খান সেটা সবার মাঝে সঞ্চারিত করেছিলেন। এখন আমাদের দৃঢ় বিশ্বাস যে সেই জিনিসটি মিসবাহ উল হকের দলেও জেগে উঠবে। অবশ্য আগ বাড়িয়ে এখনই খুব বেশি কিছু বলতে চাই না আমি। কিন্তু সঠিক পথেই আছে এই দল।”
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম