News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৪, ৭ মার্চ ২০১৫
আপডেট: ০৮:০৫, ১ ফেব্রুয়ারি ২০২০

মিসবাহের ব্যতিক্রমী রেকর্ড

মিসবাহের ব্যতিক্রমী রেকর্ড

ঢাকা: ব্যাটসম্যান মিসবাহ উল হকের সামর্থ নিয়ে কোনো প্রশ্ন নেই। দলের প্রয়োজনে হরহামেশাই তাকে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতে দেখা যায়। কখনো ‘একলা চলো নীতিতে’ বিশ্বাসী হয়েই লড়াই চালিয়ে যান একা একাই। কিন্তু তারপরও মিসবাহের রক্ষণাত্মক মানসিকতা নিয়ে প্রায়ই কথা ওঠে।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে ম্যাচে বড় হারের পর সেটা আবার নতুন করে উসকে ওঠে। ভিন্ন মাত্রিকতা পায়। তখন চারদিক থেকে পাকিস্তানের অধিনায়কের দিকে সমালোচনা ধেয়ে আসছিল। কিন্তু এর মাঝেই নীরবে নিজের কাজটা করে চলেছেন মিসবাহ উল হক। শনিবারের ইডেন দ্বৈরথে যেমন ব্যতিক্রমী এক রেকর্ড করে বসলেন পাকিস্তান অধিনায়ক। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো সেঞ্চুরি ছাড়াই পাঁচ হাজারি ক্লাবে নাম লেখালেন তিনি।

অকল্যান্ডে সাত রান করার মাধ্যমে ৫ হাজারি ক্লাবের মাইলস্টোনে ঢুকে পড়েন মিসবাহ। ১৪৭টি ওয়ানডে খেলে অনন্য এই নজির গড়লেন ৪০ বছর বয়সী পাঞ্জাবি প্রতিভা। রঙিন পোশাকের ক্রিকেটে ১৪ বছর খেলে সর্বোচ্চ ৯৬ রান করেন তিনি। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেটে ক্যারিবিয়দের বিপক্ষে ওই কীর্তি দেখিয়েছিলেন মিসবাহ। প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি না পেলেও টেস্টে দ্রুততম সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির রেকর্ড কিন্তু পাক অধিনায়কের ঝুলিতেই।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়