News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৩, ৬ মার্চ ২০১৫
আপডেট: ১২:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২০

ভারতের কষ্টার্জিত জয়

ভারতের কষ্টার্জিত জয়

ঢাকা: বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচে দাপটের সঙ্গেই জিতেছে ছিলো ভারত। এবার শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিততে হলো মহেন্দ্র সিং ধোনিদের। মাত্র ১৮৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে মাত্র চার ‍উইকেটে কষ্টার্জিত জয় পেয়েছে তারা।

এ জয়ের ফলে বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতলো ভারত। সহজ জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র কুড়ি রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে ভারত। দুটি উইকেটই শিকার করেন টেলর। দলীয় পঞ্চম ওভারে প্রথম বলেই শিখর ধাওয়ানকে (৭) রানে ফিরিয়ে দেন জেরোম টেইলর। এক ওভার পরেই অন্য উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাকে (৯) বিদায় করেন এই পেসার।

দলীয় ২০ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপর্য়ে পরে বির্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ১৫তম ওভারে এবার ভারত শিবিরে আঘাত হানেন আন্দ্রে রাসেল। ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে (৩৩) মারলন স্যামুয়েলসের ক্যাচে পরিণত করেন তিনি। এ জুটিতে ভারতের সংগ্রহ হয় ৪৩ রান। তিন ওভার পরেই দলীয় ১৮তম ওভারে অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে দেন কেমার রোচ।

ভারতের সংগ্রহ তখন চার উইকেট হারিয়ে মাত্র ৭৮ রান। এরপর ১৪ রান করা সুরেশ রায়নাকে ফিরিয়ে দিয়ে দেন ডোয়াইন স্মিথ। ভারতের এ ব্যাটসম্যান ডোয়াইন স্মিথের বলে দিনেশ রামদিনের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফেরেন। ২৩ ওভার শেষে ভারতের সংগ্রহ তখন ৫ উইকেটে ১০৭ রান। রবিন্দ্র জাদেজা ১৩ রান করে রাসেলের বলে আউট হলে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৪৫ রানের কল্যাণে ৩৯.১ ওভারে ১৮৫ রান সংগ্রহ করে ভারত।

এর আগে শুক্রবার পার্থের ওয়াকা গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতের পেসারদের তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। শেষ পযর্ন্ত সব উইকেট হারিয়ে মাত্র ১৮২ রান সংগ্রহ করে গেইলরা।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়