বিজয়ের বিশ্বকাপ শেষ, উড়াল দিচ্ছে ইমরুল
ঢাকা: স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন জাতীয় দলের তরুণ ওপেনার এনামুল হক বিজয়। বিশ্বকাপে সামনের ম্যাচগুলোতে আর মাঠে নামতে পারবে না তিনি। তার পরিবর্তে আজ বৃহস্পতিবার রাতেই অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছে ইমরুল কায়েস। বিষয়টা নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
‘ বিজয়ের চোট পাওয়ার কারণে সামনের ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারছেন না। তার পরিবর্তে আমরা ইমরুলকে অস্ট্রেলিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ইমরুল আজ রাতেই অস্ট্রেলিয়াতে উড়াল দেবেন। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার দারুণ ফর্মে রয়েছেন। আশা করছি বিশ্বকাপে ভালো করতে পারবে তিনি।’ মুঠোফোনে এমনটাই জানালেন ফারুক আহমেদ।
স্কটিশদের ব্যাটিং ইনিংসের ৩১তম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান বিজয়। এরপর সঙ্গে সঙ্গে নেলসনের স্থানীয় হাসপাতালে এনামুলকে নেওয়া হলে ডাক্তাররা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। চোট মারাত্মক হওয়ায় টিম ম্যানেজম্যান্ট এনামুলকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এনামুলের বিশ্বকাপ মিশন শেষ হওয়ায় ভাগ্য খুলেছে ইমরুল কায়েসের। ইমরুল বর্তমানে খুলনা বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগে খেলছিলেন। দারুণ ফর্মে থাকা এ ক্রিকেটার বিশ্বকাপ দলে স্ট্যান্টবাই হিসাবে দলে আছেন। এর আগে পেসার আল আমিন নিজের ভুলে বিশ্বকাপ থেকে বিদায় নিলে শফিউল ইসলামকে অস্ট্রেলিয়াতে পাঠায় বিসিবি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম