হাসপাতালে বিজয়, ইংল্যান্ড ম্যাচ অনিশ্চিত
ঢাকা: বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। স্কটিশদের ব্যাটিং ইনিংসের ৩১তম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন জাতীয় দলের এ তরুণ ওপেনার।
এরপর মাঠ থেকে সরাসরি নেলসনের একপি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। হাসপাতালের ডাক্তাররা এনামুলকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন তিনি খেলার উপযুক্ত কিনা।
চোট পাওয়ার পর ফিল্ডিং করতে পারেননি বিজয়। তার পরিবর্তে ফিল্ডিং করেছেন মুমিনুল হক। ব্যাটিংয়ে তার পরিবর্তে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন সৌম্য সরকার।
খেলার ফাঁকে বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে যা বলেছেন তাতে করে বিজয়ের চোট ভোগাতে পারে বাংলাদেশকে। আগামী কয়েক সপ্তাহের জন্যও মাঠের বাইরে চলে যেতে হতে পারে বিজয়কে।
এই চোট বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের জন্য দুঃসংবাদ বটে। কেননা, কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ইংল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। বিজয় আগের দুই ম্যাচ খেলে বাংলাদেশকে আশার আলোই জ্বালিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম