News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৭, ৫ মার্চ ২০১৫
আপডেট: ২০:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

তামিমের ৫ রানের আক্ষেপ!

তামিমের ৫ রানের আক্ষেপ!

ঢাকা: দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে চার হাজার রানের মাইলফলকটা ছুঁয়ে ফেললেন তিনি। তবে বিশ্বকাপে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাঁকাতে পারেননি জাতীয় দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান। বিশ্বকাপে স্টকল্যান্ডের বিপক্ষে ৫ রানের জন্য সেঞ্চুরি করতে না পারা তার জন্য আক্ষেপ।

এবারের বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচে তার ব্যাটে রান পায়নি। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ার কারণে কড়া সমালোচনা মুখে পড়েন তিনি। অবশেষে বৃহস্পতিবার স্কটল্যান্ডের দারুণ একটি ইনিংস খেলে সমালোচকদের মুখে কুলুপ দিয়েছেন তামিম। স্কটল্যান্ডের বিপক্ষে তার ৯৫ রানের ঝলমলে ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ জয়ের দাঁড়প্রান্তে।

শুধু তাই নয়, বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিটির স্বপ্ন দেখাচ্ছিলেন তামিম। কিন্তু বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটা করতে না পারলেও মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলে বিশ্ব আসরে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহটির মালিক এখন তামিমই।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়